একুশে মমতার হ্যাটট্রিক নাকি বিজেপির পরিবর্তন! কার কত আসন জনমত সমীক্ষায়
২০২১-এর বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দিনক্ষণ ঘোষণার আগেই জনমত সমীক্ষা হয়ে গিয়েছে। সেখানে বাংলার ভাগ্য কার হাতে উঠতে পারে তার একটা সম্ভাব্য আভাস পাওয়া গিয়েছে। সি ভোটারের সমীক্ষা বাংলার মানুষের সামনে আভাস দিয়েছে এখন ভোট হলে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

তৃণমূল কতগুলি আসন পেতে পারে
সি ভোটারের সমীক্ষায় আভাস মিলেছে, বাংলায় টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের হ্যাটট্রিক রুখতে পারছে না বিজেপি। তবে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা এবার অনেক কমবে বলেই মনে করছেন সমীক্ষকরা। ২০২১-এ তৃণমূল পেতে পারে ১৫৪ থেকে ১৬২টি আসন।

তৃণমূল কতগুলি আসন পেতে পারে
সি ভোটারের সমীক্ষায় আভাস মিলেছে, বাংলায় টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের হ্যাটট্রিক রুখতে পারছে না বিজেপি। তবে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা এবার অনেক কমবে বলেই মনে করছেন সমীক্ষকরা। ২০২১-এ তৃণমূল পেতে পারে ১৫৪ থেকে ১৬২টি আসন।

বিজেপি কতগুলি আসন পেতে পারে
সি ভোটারের সমীক্ষা বলছে, বিজেপির উত্থান ঘটতে চলেছে বাংলায়। তৃণমূলকে হারাতে সম্ভবপর না হলেও প্রধান বিরোধী দল হিসেবে এবার উঠে আসছে তারাই। সমীক্ষা অনুযায়ী ৯৮ থেকে ১০৬টি আসন পেতে পারে তারা। গতবারের তুলনায় বহু গুণ আসন বাড়িয়ে নিতে সমর্থ হবে তারা। তবে ম্যাজিক ফিগারের অনেক আগেই থেমে যাবে বিজেপির জয়যাত্রা।

বাম-কংগ্রেস কতগুলি আসন পেতে পারে
সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বাম-কংগ্রেস জোট এবার তাঁদের বিরোধী তকমা ধরে রাখতে পারবে না। তৃতীয় হবে বাংলায় নির্বাচনী লড়াইয়ে। জোট করে তাঁদের অস্তিত্ব বাঁচাতে সমর্থ হবে। সমীক্ষায় আভাস বাম ও কংগ্রেস জোট পেতে পারে সর্বনিম্ন ২৬ থেকে সর্বোচ্চ ৩৪টি আসন। এই আসন সংখ্যা গতবারের তুলনায় অনেক কম। তবে লোকসভার তুলনায় বেশি।

অন্যান্যরা কতগুলি আসন পেতে পারে
এবার বাংলায় অনেকেই প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন। সেই তালিকায় বিজেপির বন্ধুশক্তি যেমন রয়েছে, তেমনই রয়েছে তৃণমূলের মিত্ররাও। আবার আসাদউদ্দিন ওয়েইসির মিমও রয়েছে। আবার ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি নতুন দল করে মিমের সঙ্গে জোট গড়ার কথা ঘোষণা করেছেন। এই অন্যান্যরা অবশ্য তেমন দাগ কাটতে পারবে না এবার। তারা পেতে পারে ২ থেকে ৬টি আসন।

২০১৬-র নিরিখে ২০২১-এর সমীক্ষা
২০১৬-র বিধানসভা নির্বাচনে ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২১১টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। আর বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৭৭টি আসন। বাম-কংগ্রেস প্রধান বিরোধী শক্তি হয়েছিল। সম্ভাবনা তৈরি করেও ক্ষমতার ধারেকাছে পৌঁছতে পারেনি বাম-কংগ্রেস। বিপুল আসনে জিতে সেবারও ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস।

২০১৯-এর নিরিখে ২০২১-এর সমীক্ষা
আর ২০১৯-এর লোকসভা ৪২-এ ৪২ করার লক্ষ্যমাত্রা নিয়ে লড়াইয়ে নেমে তৃণমূল অর্ধেক হয়ে গিয়েছিল। সেই নিরিখে বিধানসভা আসনের ১৬৪টিতে এগিয়ে ছিল তৃণমূল। আর বিজেপির লোকসভা আসন সংখ্যা ২ থেকে বেড়ে ১৮ হওয়ার পথে বিধানসভায় ১২১টি আসনে এগিয়েছিল। বাম-কংগ্রেস এগিয়েছিল মাত্র ৯টি আসনে।

কার কত আসন কমছে-বাড়ছে জনমত সমীক্ষায়
সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ১৪৮ যখন ম্যাজিক ফিগার তৃণমূল ঠিক তার উপরে থাকছে। গতবারের তুলনায় তাদের অন্তত ৪৯টি আসন কমছে। ২০১৯-এর নিরিখে কমছে দুটি। আর বিজেপি ২০১৬-র তুলনায় বাড়ছে অন্তত ৯৫টি আসনে। ২০১৯-এর নিরিখে কমছে অন্তত ১৫টি আসনে। তেমনই বামেরা ২০১৬-র তুলনায় কমছে ৪৩টি আসনে। ২০১৯-এর নিরিখে বাড়ছে অন্তত ১৭টি।

একুশের ভোটে বিজেপির ভরাডুবি শরিককে নিয়ে! তামিলনাড়ু নিয়ে সি ভোটারের সমীক্ষায় ভোট শতাংশ কী বলছে