প্রথমার্ধেই লাল কার্ড, চেন্নাইয়ানের বিরুদ্ধে দশজনে পরিণত হল ইস্টবেঙ্গল, হাফ টাইমে খেলার ফল কী
আইএসএলে চলতি মরসুমে ফের একবার ইস্টবেঙ্গলের ১০ জনের লড়াই। চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে প্রথমার্ধের খেলায় পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠের বাইরে এসসি ইস্টবেঙ্গলের অজয় ছেত্রী।
ম্যাচের ৩১ মিনিটে তরুণ ফুটবলারকে বাইরে যেতে হয়। ফলে দশ জনে পরিণত হয় লাল-হলুদ। এই পরিস্থিতিতে প্রথমার্ধে চেন্নাইয়ানের বিরুদ্ধে লড়াই করে তেকাঠি অক্ষত রেখেছে ইস্টবেঙ্গল। ১০ জনকে নিয়ে লড়ছে লাল-হলুদ ব্রিগেড।

প্রথমার্ধ শেষে ম্যাচের স্কোর ০-০। দুই দলই এখনও গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে স্কোরলাইন পরিবর্তন করে এসসি ইস্টবেঙ্গল না চেন্নাইয়ান, কারা এগিয়ে যেতে পারে সেটাই এখন দেখার। লিগে দুই দলই এখনও পর্যন্ত ৫টি ম্যাচ ড্র করেছে।
ম্যাচে এদিন শুরু থেকে চেন্নাইয়ান এফসির ডিফেন্স ইস্টবেঙ্গলের ব্রাইট এনোবাখারেকে আটকে রাখে। ফলে অন্যদিনের মতো ব্রাইটকে জ্বলে উঠতে দেখা যাচ্ছে না। অন্যদিকে ইসমাদের আক্রমণে দারুণভাবে সামলে দিলেন দেবজিৎ।
চেন্নাইয়ানের আক্রমণ, বঙ্গ গোলকিপারকে কিছুতেই পরাস্ত করতে পারেনি। ডিফেন্সের লাস্ট ম্যাচ হিসেবে লাল-হলুদের দুর্গ অক্ষত রাখতে বড় ভূমিকা নিয়ে নিজেকে উজাড় করে নিচ্ছেন দেবজিৎ। এদিন এসসি ইস্টবেঙ্গলের জার্সিতে মরসুমের ৩৯টি সেভ করে ফেললেন দেবজিৎ, প্রতি ম্যাচেই লাল-হলুদের রক্ষাকর্তা হয়ে উঠেছেন তিনি।