অরুণাচলের বুকে চিনের কোন গোপন অভিসন্ধি! নজর রাখছে ভারত
লাদাখ সংঘাতের আবহে বহু আগে একটি খবরে প্রকাশিত হয় যে ভুটানের বুকে কয়েকটি গ্রাম তৈরি করে নিচ্ছে চিন। আর তারা তা করছে নিঃসাড়ে। এদিকে, তারপরই সেই সমস্ত খবরকে মিথ্যা বলে দাবি করে চিন। এদিকে, বেশ কয়েকদিন ধরে একটি রিপোর্ট প্রকাশ্যে আসতে শুরু করেছে। সেখানে বলা হচ্ছে, অরুণাচল প্রদেশের বুকে গ্রাম বানাচ্ছে চিন।

রিপোর্টে বলা হচ্ছে, অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি এলাকার সারি চু নদীর তিরে ১০১ টি বাড়ি তৈরি করছে চিন। ভারতের অন্দরে ৪.৫ কিলোমিটার এলাকা চিন দখলে রেখে দিয়েছে। গালওয়াল সংঘাতের পর থেকেই অরুণাচল ঘিরে চিনের একাধিক স্টান্স, ও বেজিংয়ের বার্তা উদ্বেগে রেখেছে দিল্লিকে। বেজিংয়ের দাবি , অরুণাচলকে তারা ভারতের অংশ বলে মনেই করে না। আর এখানেই দিল্লির রোষানলে বেজিং।
এদিকে, চিনকে নিয়ে অরুণাচলের সীমান্তে এমন গ্রাম তৈরি হওয়ার খবর নিয়ে মুখ খুলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রকের দাবি, অরুণাচল সীমান্ত ঘেঁসে বহু বছর ধরেই নির্মাণ কাজ করে চলেছে চিন। যার দিকে নজর রেখেছে দিল্লিও। আর এবারের পরিস্থিতি নিয়ে কড়া নজর রাখছে দিল্লি। কেন্দ্র মূলত, সীমান্তে মোতায়েন ভারতীয় সেনার সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছে বলে খবর।
এর আগে সেনা দিবসে দিল্লি ক্যান্টনমেন্টে সেনা প্রধান নরভানে জানান, সেনার আত্মবলিদান কখনওই বিফলে যাবে না। আর গালওয়ানে সেনাদের শহিদিকে মনে রাখবে দেশ। কোনও মতেই দেশের সার্বভৌমত্বকে আহত হতে দেবে না সেনা। জানা যাচ্ছে, লাদাখে চিনের সেনা ভারতের কাছে প্রতিহত হয়েই , পাল্টা অরুণাচলের দিক দিয়ে ভারতকে টার্গেটে রাখছে।