নয়াদিল্লি: ভারত-চিন সীমান্তে নির্মাণকাজ চালাচ্ছে লাল ফৌজ৷ সম্প্রতি প্রকাশিত এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের দাবি, দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কড়া নজর রয়েছে কেন্দ্রের৷ ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত ভারত৷

বিদেশ মন্ত্রকের এক আধিকারিকের কথায়, ‘‘ভারত সীমান্তে চিনের নির্মাণ কাজ সংক্রান্ত সাম্প্রতিক রিপোর্ট আমরা দেখেছি৷ গত কয়েক বছর ধরেই সীমান্তে উস্কানি মূলক পদক্ষেপ করে চলেছে চিন৷ একই ভাবে তারা এলএসি বরাবর পরিকাঠামো উন্নয়নের কাজ করছে।’’ প্রসঙ্গত ,গত বছর নভেম্বর মাসে আপার সুবনসিরি জেলায় এলএসি পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে চিনের বিরুদ্ধে স্থায়ী কাঠামো বানানোর অভিযোগ এনেছিলেন আরুণাচলের বিজেপি সাংসদ টাপি৷

এদিন বিদেশ মন্ত্রকের তরফে আরও বলা হয়, আমাদের সরকারও সীমান্ত এলাকায় স্থানীয় মানুষের জন্য পরিকাঠামোগত উন্নয়নের কাজ চালাচ্ছে৷ সেখানে রাস্তা, সেতু প্রভৃতি গড়ে তোলা হচ্ছে৷ সীমান্তবর্তী মানুষের সঙ্গে আরও বেশি করে সংযোগ গড়ে তোলা হচ্ছে৷ অরুণাচল প্রদেশ সহ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য পরিকাঠামো তৈরির বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ সরকার৷

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, সীমান্তে ভারতের সুরক্ষা বিঘ্নিত করতে পারে এমন প্রতিটি বিষয়ের উপর কড়া নজর রয়েছে কেন্দ্রের৷ ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ করতে প্রস্তুত ভারত৷

গত ১৪ জানুয়ারি একটি অস্বীকৃত দলিল প্রকাশ করে হোয়াইট হাউজ৷ সেখানে বলা হয়, সীমান্তে চিনার উস্কানির জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের৷ ১০ পাতার ওই নথি ডিক্লাসিফাই করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

কোনগুলো শিশু নির্যাতন এবং কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। জানাচ্ছেন শিশু অধিকার বিশেষজ্ঞ সত্য গোপাল দে।