নয়াদিল্লি: ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন (আইআরএফসি) ৪৬৩৩কোটি টাকার শেয়ার ইস্যু হচ্ছে সোমবার ১৮ জানুয়ারি থেকে। এই ইস্যু চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।এর মাধ্যমে সংস্থাটির ৫৭৫ কোটি শেয়ার ইস্যু করা হচ্ছে জনগণের জন্য। এই ইস্যুটিতে নতুন শেয়ার ইস্যুর (৩০৮৯ কোটি টাকা)পাশাপাশি অফার ফর সেল (১৫৪৪.৪ কোটি টাকা) রাখা হয়েছে। এক্ষেত্রে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির ১০ টাকার ফেস ভ্যালু শেয়ারের দাম রাখা হয়েছে ২৫-২৬ টাকা। গোটা ইস্যুর ৩৫ শতাংশ সংরক্ষিত রাখা হচ্ছে খুচরো লগ্নিকারীদের জন্য।

প্রসঙ্গত উল্লেখ্য,আইআরএফসি ইতিমধ্যেই ১৩৮৯ কোটি টাকা তুলেছে ৩১টি অ্যাংকার ইনভেস্টর মারফত।

আইআরএফসি যা রিজার্ভ ব্যাংকের কাছে নথিভূক্ত গুরুত্বপূর্ণ এনবিএফসি যা ভারতীয় রেলের বাজার থেকে টাকা তোলার কাজের অঙ্গস্বরূপ। এই সংস্থাটির প্রাথমিক ভাবে ব্যবসার উদ্দেশ্য অধিগ্রহণের সময় আর্থিক সহায়তা করা, রেলের পরিকাঠামো ও সম্পত্তি ইজারা দেওয়া এবং রেল মন্ত্রকের অধীনে থাকা জাতীয় প্রকল্পের কাজে সহায়তা করা।

বাজার বিশেষজ্ঞদের মতে, এই সংস্থাটি ভবিষ্যতে আয় বৃদ্ধি হার তেমন বেশি নয়। যদিও আশা করা হচ্ছে আর্থিক দিক থেকে অবস্থা স্থিতিশীল যেহেতু এই সংস্থাটি ভারতীয় রেলের পরিকাঠামো প্রকল্পে সহায়তা করে এবং সরকারের মূলধনী ব্যয়ের উপর নির্ভরশীল। আরেকটি বিষয় বিশেষ উল্লেখযোগ্য হল-২০১৭ সাল থেকে১৪টির মধ্যে ৯টি আইপিও সূচকের চেয়ে ভালো পারফর্ম করতে পারেনি। তবে সে ক্ষেত্রে রেল সম্পর্কিত সংস্থা যেমন আইআরসিটিসি এবং রেল বিকাশ নিগমের পারফরম্যান্স তুলনায় ভালো। অন্যান্য রাষ্ট্রয়ত্ত সংস্থা মতো ডিভিডেন্ড নীতি অনুসরণ করছে না আইআরএফসি। ১৮ আর্থিক বছর থেকে এই সংস্থা ডিভিডেন্ড ইচ্ছে ১১-২২ শতাংশ।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

কোনগুলো শিশু নির্যাতন এবং কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। জানাচ্ছেন শিশু অধিকার বিশেষজ্ঞ সত্য গোপাল দে।