ব্রিসবেনে পুত্র ওয়াশিংটনের বীরত্বে কেন সন্তুষ্ট নন বাবা সুন্দর? জেনে নিন আসল কারণ
তরুণ ওয়াশিংটন সুন্দরের চওড়া ব্যাটে ব্রিসবেন টেস্টে ভরাডুবির হাত থেকে রেহাই পেয়েছে ভারতীয় ক্রিকেট। সতীর্থ শার্দুল ঠাকুরের সঙ্গে জুটি বেঁধে বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণের বিরুদ্ধে তামিলনাড়ুর অল রাউন্ডার যে লড়াইটা করেছেন, তাতে ধন্যি ধন্যি রব উঠেছে বিশ্ব ক্রিকেটে। এত শোরগোলের মধ্যেও খানিকটা বিস্ময়াতিত ভাবে নিজেকে গুটিয়ে রেখেছেন ওয়াশিংটন সুন্দরের বাবা। জানিয়েছেন যে ছেলের এই পারফরম্যান্সে তিনি খুশি নন।

খুশি নন বাবা
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়াশিংটন সুন্দরের লড়াকু ইনিংস খুশি করতে পারেননি তাঁর বাবা এম সুন্দর। যিনি বিশ্বের সেরা বোলিং আক্রমণের বিরুদ্ধে নিজের ছেলের কাছ থেকে শতরান আশা করেছিলেন। ওয়াশিংটনের অর্ধশতরানে তিনি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন বাবা এম সুন্দর।

আরও ব্যাট চালনো উচিত ছিল সুন্দরের
এম সুন্দর জানিয়েছেন যে ব্রিসবেনে টেস্ট চলাকালীন প্রতিদিনই ছেলে ওয়াশিংটনের সঙ্গে তাঁর কথা হয়। ব্যাট করতে নামার আগে তিনি ছেলেকে বড় ইনিংস খেলতে বলেছিলেন বলে জানিয়েছেন সিনিয়র সুন্দর। যদিও ওয়াশিংটন তাঁর কথা পুরোপুরি রাখতে পারেননি বলে জানিয়েছেন বাবা। তাঁর কথায়, মহম্মদ সিরাজ আউট হওয়ার পর আরও ব্যাট চালিয়ে চার ও ছক্কা হাঁকিয়ে শতরান হাসিল করা উচিত ছিল ওয়াশিংটন সুন্দরের।

সুন্দরের দুর্দান্ত অর্ধশতরান
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১৪৪ বলে ৬২ রান করেছেন ওয়াশিংটন সুন্দর। সাতটি চার ও একটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। সতীর্থ শার্দুল ঠাকুরের (৬৭) সঙ্গে ১২৩ রানের পার্টনারশিপ করে ভারতকে ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছেন তরুণ সুন্দর।

কী হবে ম্যাচের ভাগ্য
বৃষ্টিতে খেলা ভেস্তে না গেলে কিংবা কোনও অঘটন না ঘটলে ব্রিসবেন টেস্টের ফয়সলা বের হওয়া যে কবল সময়ের অপেক্ষা, তা বলাই যায়। দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধে প্রায় ৩০০ রানের লিড তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। ভারত কীভাবে জবাব দেয়, সেটাই দেখার।