ব্রিসবেন: ওয়াশিংটন ‘সত্যিই’ সুন্দর! অভিষেক টেস্টে বল হাতে সফল হওয়ার পর ব্যাটে হাতেও দুরন্ত৷ অফ-স্পিনার ওয়াশিংটন সুন্দর ও পেসার শার্দুল ঠাকুরের অনবদ্য সেঞ্চুরি পার্টনারশিপে গাব্বায় ম্যাচে ফিরল ভারত৷ দু’জনের লড়াকু হাফ-সেঞ্চুরিতে ১৮৬ থেকে ৩৩৬ রানে পৌঁছে যায় ভারত৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩৬৯ রান তোলায় ৩৩ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া৷

এভাবেও ফিরে আসা যায়৷ লড়াই না-মানার মনোভাব নিয়ে খেললে সাফল্য অবধারিত, যা বুঝিয়ে দিলেন টিম ইন্ডিয়ার দুই বোলার ঠাকুর ও সুন্দর৷ দলের প্রথম ছয় ব্যাটসম্যান ১৮৬ রানে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরও ভারতকে সাড়ে তিনশোর দোরগোড়ায় পৌঁছে দেন এই দু’জনে৷ সপ্তম উইকেটে ১২৩ রান যোগ করে ভারতে ম্যাচে ফেরান ঠাকুর ও সুন্দর৷

অভিষেক টেস্টে সুন্দরের অনবদ্য ৬২ এবং কামব্যাক টেস্টে ঠাকুরের ৬৭ রানের লড়াই স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটপ্রেমীদের৷ ব্যক্তিগত ২৩ রানে ঋষভ পন্ত আউট হওয়ার পর মনে হয়েছিল ভারতের ইনিংস দু’শোর গণ্ডিও পেরবে না৷ কিন্তু সেখান থেকে টিম ইন্ডিয়াকে সহজেই তিনশোর গণ্ডি টপকাতে সাহায্য করেন দলের সাত ও আট নম্বর ব্যাটসম্যান৷

আক্রমণাত্মক ইনিংস খেলেন শার্দুল৷ ১১৫ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি মারেন তিনি৷ এদিন টেস্টে ক্রিকেটে তাঁর প্রথম হাফ-সেঞ্চুরিটি করেন শার্দুল৷ এর আগে একটি মাত্র টেস্ট খেলেছিলেন তিনি৷ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর কেরিয়ারে দ্বিতীয় টেস্ট খেলতে নামেন ঠাকুর৷ কামব্যাক টেস্টে বল হাতে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে চমৎকার হাফ-সেঞ্চুরি করেন তিনি৷

সুন্দরের লড়াই আরও চমৎকার৷ অভিষেক টেস্টে গাব্বায় বল হাতে তিন উইকেট এবং ব্যাটে দুরন্ত হাফ-সেঞ্চুরি করে নজির গড়েন তিনি৷ দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বের দশম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে হাফ-সেঞ্চুরি এবং বল হাতে তিন বা তার বেশি উইকেট নিয়ে দাত্তু ফাদকর ছুঁয়ে ফেললেন সুন্দর৷ ১৯৪৭-৪৮ মরশুমে ভারতের প্রথম অস্ট্রেলিয়া সফরে সিডনিতে বল হাতে ১৪ রানে তিন উইকেট এবং ব্যাটে ৫১ রান করেছিলেন ফাদকর৷

রবিবার গাব্বায় তৃতীয় দিনের শুরুটা মন্দ হয়নি ভারতের৷ দুই অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও ক্যাপ্টেন অজিঙ্ক রাহানের ব্যাটে প্রথম ঘণ্টা ভালো ব্যাটিং করলেও লাঞ্চে এই দু’জনের উইকেট হারিয়ে চার উইকেটে ১৬১ রান তুলেছিল ভারত৷ পূজারা ২৫ এবং ক্যাপ্টেন রাহানে ৩৭ রান করে আউট হন৷ তবে লাঞ্চের পর ময়াঙ্ক আগরওয়ালার ও ঋষভ পন্ত  দলের রান বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি৷

প্রথম দু’টি টেস্টে ইনিংসের সূচনা করলেও এদিন পাঁচ নম্বরে ব্যাট করে নামা আগরওয়াল ৩৮ রান করে জোস হ্যাজেলউডের শিকার হন৷ পন্তও হ্যাজেলউডের শিকার৷ মাত্র ২৩ রান কার আপার-কাট মারতে গিয়ে আউট হন সিডনিতে দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলা ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান৷ তারপর দলকে টানেন শার্দুল ও ওয়াশিংটন৷ অস্ট্রেলিয়ার হয়ে ৫৭ রান দিয়ে পাঁচটি উইকেট নেন হ্যাজেলউড৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনাকালে বিনোদন দুনিয়ায় কী পরিবর্তন? জানাচ্ছেন, চলচ্চিত্র সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত I