শার্দুল-সুন্দরের দুরন্ত পার্টনারশিপে অজিদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারত
ব্রিসবেনে শার্দুল-সুন্দরের দুরন্ত পার্টনারশিপে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারত। ৬ উইকেট হারানোর পর ভারতের হয়ে শার্দুল-সুন্দরের ব্যাটে ১২৪ বলে ৬৭ রানের পার্টনারশিপ। যার সুবাদে ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে চা পান বিরতিতে ৬ উইকেট হারিয়ে ২৫৩ রান তুলল ভারত। দিনের শেষে সেশনে শার্দুল-সুন্দরের ব্যাটে ভারত অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস টপকে যেতে পারে কিনা, সেটাই এখন দেখার। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে ভারত এখনও ১১৬ রানে পিছিয়ে রয়েছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩৬৯ রান হাঁকিয়ে অলআউট হয়।

কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে বল হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩টি উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দারুণ অবদান ওয়াশিংটন সুন্দরের। চা পান বিরতিতে ৮২ বল খেলে ওয়াশিংটন সুন্দর ৩৮ রান হাঁকিয়েছেন।
তাঁকে যোগ্য সংগত দিচ্ছেন শার্দুল ঠাকুর। ৬২ বলে ৩৩ রান হাঁকিয়ে শার্দুল ক্রিজে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছেন শার্দুল। বল হাতে অবদান রাখার পর ব্যাটেও শার্দুল দারুণ খেলেছেন।