বাবা তো নয়, ঠিক যেন বন্ধু! তুমিই আমার হিরো! প্রয়াত বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট হার্দিকের
পান্ডিয়া পরিবারে শোকের ছায়া। শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হার্দিক ও ক্রুণাল পান্ডিয়ার বাবা হিমাংশু পান্ডিয়া। ভারতীয় ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত হার্দিক-ক্রুণাল। দুজনেই দেশের জার্সিতে সর্বোচ্চ পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। ক্রিকেটার ভাইয়ের এই জার্নির পিছনেই হার্দিক-ক্রুণালের বাবা হিমাংশু পান্ডিয়ার বড় অবদান রয়েছে।

শোকস্তব্ধ হার্দিক
বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হার্দিক৷ রবিবার ইনস্টাগ্রামে বাবাকে নিয়ে ভারতীয় অলরাউন্ডার আবেগঘন পোস্ট করেছেন। ইনস্টাগ্রাম পোস্টে হার্দিক লেখেন, 'বাবা তো নয়, তুমি ঠিক যেন বন্ধু ছিলে।'

বাবা আমার কাছে নায়কের মতো
এখানেই না থেমে হার্দিক ইনস্টাগ্রাম পোস্টে আরও লেখেন, 'আমার বাবা আমার কাছে নায়কের মতো। তোমাকে হারিয়ে ফেলেছি৷ জীবনে এটা মেনে নেওয়া সবচয়ে কঠিন৷ তোমার হাসি মুখটা বারবার মনে পড়ে যাচ্ছে৷ '

তোমার জন্য গর্বিত, বললেন হার্দিক
হার্দিক দীর্ঘ পোস্টে আরও লিখেছেন, 'তুমি ওপর থেকে আমাদের দেখবে৷ তুমি আমাদের জন্য গর্বিত ছিলে, আমরাও তোমার জন্য গর্বিত যেভাবে তুমি আমাদের জন্য নিজেকে উজার করে দিয়েছ। জীবনের প্রতিটি দিন তোমাকে মিস করব৷ তোমাকে ভালবাসি বাবা৷ শান্তিতে ঘুমিও।'

বিরাট কোহলির সমবেদনা
পিতৃবিয়োগ হওয়ায় বিরাট কোহলি, ইরফান পাঠানের মতো প্রাক্তন এবং বর্তমান অনেক ক্রিকেটারই হার্দিক এবং ক্রণালকে সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়েছেন।