নয়াদিল্লি: মোবাইল নেটওয়ার্কের বাজারে এই মুহূর্তে রয়েছে একাধিক কোম্পানি। আর তাদের তরফে আনা হয়েছে একের পর এক প্ল্যান। যা সুবিধা দিয়েছে সাধারণ মানুষকে। বিভিন্ন ধরনের প্ল্যান বাজারে নিয়ে আসার ফলে সুবিধা পেয়েছেন গ্রাহকেরা। তবে এবারে ক্রেতাদের কথা মাথাতে রেখে এয়ারটেলের তরফে নিয়ে আসা হয়েছে একের পর এক প্ল্যান।

এই মুহূর্তে ভারতের মোবাইল নেটওয়ার্কের বাজারে অন্যতম জনপ্রিয় হল জিও। আর জিওকে কড়া প্রতিযোগিতাতে ফেলার জন্য এয়ারটেলের তরফে বরাবর নেওয়া হয়েছে একের পর এক পদক্ষেপ। এবারে গ্রাহকদের জন্য নেওয়া হয়েছে এক নতুন পদক্ষেপ। ইতিমধ্যে ভারতীয়দের মধ্যে বেড়েছে ওটিটি প্ল্যাটফর্ম দেখার চাহিদা। গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য এয়ারটেলের সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে অ্যামাজন প্রাইম। সকলের কাছে যথেষ্ট জনপ্রিয় অ্যামাজন প্রাইম।

জানানো হয়েছে airtel thanks app এর মারফত আমাজনে সাইন ইন করলে ব্যবহারকারীরা ৩০ দিন বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এছাড়া জানানো হয়েছে মাত্র ৮৯ টাকার প্ল্যানের বিনিময়ে ক্রেতারা বিনামূল্যে দেখতে পারবেন অ্যামাজন প্রাইম ২৮ দিনের জন্য। এছাড়াও এই প্ল্যানে রয়েছে একাধিক সুবিধা। অর্থাৎ এবারে অত্যন্ত কম দামে সাধারণ মানুষদের ওটিটি প্ল্যাটফর্মের বিনোদনের সুযোগ নিয়ে এল এয়ারটেল।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনাকালে বিনোদন দুনিয়ায় কী পরিবর্তন? জানাচ্ছেন, চলচ্চিত্র সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত I