১৭ জানুয়ারি করোনা রিপোর্টে দৈনিক আক্রান্তের সংখ্যা কোনদিকে! ভ্যাকসিন চালু হওয়ার পর পরিসংখ্যান একনজরে
দেশে শনিবার থেকেই চালু হয়ে গিয়েছে করোনা ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি। আর শনিবার রাত পার হতেই ১৭ জানুয়ারি দেশের করোনা রিপোর্ট পেশ করে , যেখানে দেশের সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ লাখ , ৮ হাজার ৮২৬ দেখা যাচ্ছে। যা খানিকটা হলেও স্বস্তি দিয়েছে দেশকে।

দেশের করোনা রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৫,১৪৪ জন। গত একদিনে করোনা থেকে মুক্ত হয়েছেন ১৭,১৭০ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮১ জনের। এই পরিসংখ্যান দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এদিকে, এপর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১০৫,৫৭৯৮৫ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ২০৮৮২৬ জন।
এপর্যন্ত মোট, করোনা থেকে ছাড়া পেয়েছেন ১,০১৯৬৮৮৫ জন।মোট মৃতের সংখ্যা ১৫২২৭৪ জন। করোনার জেরে গত বছরের মাঝামাঝি সময়ে ২৮ জুলাইয়ের পর থেকে দেখা গিয়েছিল দেশে করোনায় দৈনিক আক্রান্ত ৫০ হাজার ছাড়াতে শুরু করেছে। সেই জায়গা থেকে বর্তমানে দৈনিক আক্রান্ত ১৫ হাজারে নেমে আসায় অবশ্যই স্বস্তিতে বুক বাঁধছে দেশ।