• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইপিএল এবার আরও বড়, কোটি টাকার ক্রিকেট লিগের সূচি লম্বা হওয়ার সম্ভাবনা

  • |

২০২২ সাল থেকে আইপিএলে নয়া দুই দল। ইতিমধ্যেই ক্রিকেট ফ্যানেদের অনেকেই তা জেনে গিয়েছেন। এবার আরও বেশি সময় ধরে আইপিএল করা নিয়ে ভাবনায় বিসিসিআই। রবিবার এই নিয়ে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

ফিউচার ট্যুর প্রোগ্রাম নিয়ে আলোচনা

ফিউচার ট্যুর প্রোগ্রাম নিয়ে আলোচনা

এই বৈঠকে ২০২৩-২০৩১ সাল পর্যন্ত ভারতীয় দলের ক্রিকেট সূচি নিয়ে পরিকল্পনা করা হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট সূচিকে পাশে রেখেই কীভাবে আইপিএলের খেলার সময়কাল আরও বাড়ানো যায়, সেই নিয়েও আলোচনা হতে চলেছে। আগামী দিনে নতুন দুই দল যোগ হলে, ম্যাচের সংখ্যা ও প্রতিযোগিতা আরও বাড়বে।

স্পনসররা চাইছেন, আইপিএল টুর্নামেন্টের মেয়াদ বাড়ুক

স্পনসররা চাইছেন, আইপিএল টুর্নামেন্টের মেয়াদ বাড়ুক

এমন প্রতিদ্বন্দ্বীতার পরিস্থিতিতে স্পনসররা বোর্ডকে আরও বেশি সময় ধরে আইপিএল আয়োজনের জন্য ভেবে দেখার প্রস্তাব দিয়েছে। সেই কারণেই টুর্নামেন্টে আগামী দিনে ২০২২ সাল থেকে দুটি দল জুড়তে চলেছে। দুই দল যুক্ত হলে, টুর্নামেন্টের সময়কাল আরও বাড়বে।

বিদেশিদের পাওয়া ক্ষেত্রেও ভেবে দেখতে হবে

বিদেশিদের পাওয়া ক্ষেত্রেও ভেবে দেখতে হবে

তবে টুর্নামেন্ট লম্বা হলে, বিদেশিদের পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। সেক্ষেত্রে একাধিক বিদেশিকে ছাড়া আইপিএল হলে জৌলুস কমবে। সেই কারণেই আন্তর্জাতিক টুর্নামেন্টের সঙ্গে সামঞ্জস্য রেখেই বিসিসিআই পরিকল্পনা সাজাতে চায়।

ঘরোয়া ক্রিকেট নিয়েও আলোচনা

ঘরোয়া ক্রিকেট নিয়েও আলোচনা

করোনা ধাক্কার কারণে আইপিএল বাদ দিয়ে গত বছর বোর্ডের ঘরোয়া কোনও টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে নতুন বছরে ১০ জানুয়ারি থেকে বোর্ডের সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট শুরু হয়েছে। আগামী দিনে এবার রঞ্জি ট্রফি শুরু করা নিয়েও আজ বৈঠকে আলোচনা হতে চলেছে।

গাব্বায় গর্জন ভারতের, শার্দুল-সুন্দরের জোড়া হাফ সেঞ্চুরি, চাপের মুখে শতরান পার্টনারশিপ

English summary
BCCI to discuss bigger IPL window after set to have 2 new teams from 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X