• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কপিল দেব এবং মনোজ প্রভাকরের ৩০ বছর পুরনো রেকর্ড ভাঙলেন শার্দুল-সুন্দর

  • |

গাব্বাতে কপিল দেব এবং মনোজ প্রভাকরের ৩০ বছর পুরনো রেকর্ড ভাঙলেন শার্দুল-সুন্দর। ব্রিসবেনে টেস্ট সিরিজের শেষে ম্যাচে অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে তৃতীয় দিনে, ৩৩৬ রানে ইনিংস শেষ করে ভারত। সৌজন্য সপ্তম উইকেটে শার্দুল-সুন্দরের ১২৩ রানের পার্টনারশিপ। এই পার্টনারশিপের দৌলতেই গাব্বাতে ৩০ বছর পুরনো রেকর্ড ভাঙলেন শার্দুল-সুন্দর।

কপিল দেব এবং মনোজ প্রভাকরের রেকর্ড ভাঙলেন শার্দুল-সুন্দর

কপিল দেব এবং মনোজ প্রভাকরের রেকর্ড ভাঙলেন শার্দুল-সুন্দর

১৯৯১ সালে কপিল দেব এবং মনোজ প্রভাকর গাব্বায় জুটিতে সপ্তম উইকেটে ৫৮ রানে জুড়েছিলেন। এটাই অস্ট্রেলিয়ার মাটিতে ব্রিসেবেন ভেন্যুতে সপ্তম উইকেটে ভারতের সেরা পার্টনারশিপ ছিল।

শার্দুল-সুন্দরের শতরান পার্টনারশিপ

শার্দুল-সুন্দরের শতরান পার্টনারশিপ

সেই রেকর্ড ভেঙে শার্দুল-সুন্দর এদিন ১২৩ রানের পার্টনারশিপ গড়েন। ১৮৬ রানে ভারতের ৬ উইকেট পরে যাওয়ার পর জুটিতে ১২৩ রান যোগ করে, দুজনে মিলে ভারতকে ৩০৯ রানে পৌঁছে দেন। শেষ পর্যন্ত ভারত ৩৩৬ রানে অলআউট হয়।

ভারতের হয়ে স্বস্তি ফেরালেন শার্দুল-সুন্দর

ভারতের হয়ে স্বস্তি ফেরালেন শার্দুল-সুন্দর

ভারতের হয়ে শার্দুল ৬৭ ও ওয়াশিংটন সুন্দর ৬২ রান হাঁকান। দুই ক্রিকেটারই টেস্টে তাঁদের প্রথম হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ব্রিসবেন টেস্টে ভারতের হয়ে স্বস্তি ফেরাল। ব্রিসেবেন মহারণে, প্রথম ইনিংসে অজিদের ৩৬৯ রানের জবাবে, রাহানেরা আড়াইশো রানের গণ্ডীর মধ্যে গুটিয়ে যাবে মনে করা হলেও ডান-বাম জুটিতে কামব্যাক করে ভারত।

তৃতীয় দিনের শেষে খেলার স্কোর

তৃতীয় দিনের শেষে খেলার স্কোর

প্রথম ইনিংসে ভারত ৩৩৬ রানে অলআউট হওয়ার পর ৩৩ রানে এগিয়ে থেকে অজিরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া সব মিলিয়ে ভারতের থেকে ৫৪ রানে এগিয়ে।

শার্দুল-সুন্দরের লড়াইয়ে গাব্বায় স্বস্তিতে ভারত, মারাঠীতে টুইট করে 'ঠাকুর'কে কী বললেন বিরাট

English summary
AUS vs IND: Washington Sundar-Shardul Thakur Break 30-Year-Old Record of Kapil Dev-Manoj Prabhakar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X