তিমিরকান্তি পতি, বাঁকুড়া : লক্ষ্য ২০২১ এর বিধানসভা ভোট। ভোট ঘোষণার আগেই ‘উন্নয়ন’কে হাতিয়ার করে আদিবাসী ভোট ব্যাঙ্ক নিজেদের দখলে রাখতে ও নিতে আসরে নেমে পড়েছে যুযুধান দুই পক্ষ তৃণমূল ও বিজেপি।
রবিবাসরীয় সকালে বাঁকুড়া-২ ব্লক এলাকার কাঞ্চনপুরে আদিবাসী পাড়ায় গিয়ে প্রচার চালানোর পাশাপাশি প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন করলেন তৃণমূলের মহিলা সংগঠনের জেলা সভানেত্রী মৌ সেনগুপ্ত।
তখন অন্যদিকে বসে নেই বিজেপির মহিলা মোর্চার কর্মীরাও। সংগঠনের জেলা সভানেত্রী মণিকা দত্তের নেতৃত্বে তারা ঐ বাঁকুড়া-২ ব্লকের মৌকুড়া গ্রামে গিয়ে অলচিকিতে দেওয়াল লেখার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট প্রচার সারলেন। এমনকি আদিবাসী পরিবারের মাটির উঠোনে বসে চপ, মুড়ি, শশা, পেঁয়াজ, মুলা, কাঁচালঙ্কা সহযোগে জলখাবারও খেলেন।
তবে ঐ এলাকায় রাস্তা ঘাটের সমস্যা রয়েই গিয়েছে। সেভাবে ‘উন্নয়ন হয়নি’। দাবি আদিবাসী সমাজের একাংশের। স্থানীয় বাসিন্দা বৈদ্যনাথ হাঁসদা, মনিন্দ্র বাস্কেরা বলেন, কোথায় উন্নয়ন! রাস্তাঘাট থেকে বার্ধক্যভাতা কিছুই হয়নি। ভোট আসলেই রাজনৈতিক নেতাদের গ্রামে দেখা মেলে। ভোট শেষ হলে কারো দেখা মেলেনা বলে তারা দাবি করেন।
তৃণমূলের মহিলা সংখঠনের জেলা সভানেত্রী মৌ সেনগুপ্ত বলেন, উৎসবের মেজাজে ধামসা মাদলের তালে আদিবাসী সমাজের মানুষ দেওয়াল লিখন করেছেন। তারা ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের ক্ষমতায় দেখতে চাইছেন বলে তিনি জানান।
বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী মণিকা দত্ত বলেন, ২০১৯ এ আদিবাসী সমাজ আমাদের সঙ্গে ছিলেন, ২০২১ তেও সঙ্গে থাকবেন। শিক্ষার দিক থেকে আদিবাসী সমাজ পিছিয়ে আছে, বিজেপি ক্ষমতায় এলে আদিবাসী উন্নয়নে জোর দেওয়া হবে বলে তিনি জানান।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.