করোনায় আক্রান্ত সৌমিত্র কন্যা পৌলমী, রয়েছেন হোম আইসোলেশনে
এবার করোনায় (coronavirus) আক্রান্ত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের (soumitra chatterjee)কন্যা পৌলমী বসু। দুর্বলতা থাকলেও বাড়িতেই রয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত গতবছরের অক্টোবরে করোনায় আক্রান্ত হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা থেকে মুক্তি মিললেও কোভিড এনসেফ্যালোপ্যাথির জেরে তাঁর মৃত্যু হয়।

শ্বাসকষ্টের সঙ্গে রয়েছে দুর্বলতাও
করোনায় আক্রান্ত সৌমিত্র কন্যা পৌলমীর শ্বাসকষ্টের সঙ্গে দুর্বলতা আছে বলে জানা গিয়েছে। তবে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। তিনি বাড়িতে থেকেই চিকিৎসকের নির্দেশ অনুযায়ী চলছেন।

অক্টোবরে করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়
অক্টোবরে করোনা আক্রান্ত হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ৬ অক্টোবর তাঁকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ৪০ দিনের বেশি সময় তিনি ভর্তি ছিলেন সেখানে। তিনি করোনা মুক্ত হয়েও ছিলেন। কিন্তু করোনা পরবর্তী শারীরিক জটিলতার কারণে তাঁর পরিস্থিতি খারাপ হতে থাকে। ১৫ নভেম্বর দুপুরে তাঁর মৃত্যু হয়। রাজ্য সরকারের তরফ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার ব্যয় বহন করা হয়েছিল।

শেষকৃত্য করেছিলেন পৌলমীই
বাড়িতে অসুস্থ মা এবং দুর্ঘটনায় আনফিট হয়ে যাওয়া ছেলেকে দেখার পাশাপাশি সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষকৃত্য করেছিলেন কন্যা পৌলমীই। হিন্দু রীতি মেনে তিনদিনে বারাবর শ্রাদ্ধ অনুষ্ঠান তিনিই করেছিলেন।

কুরুচিকর পোস্টে ছেড়েছিলেন সোশ্যাল মিডিয়া
সৌমিত্র চট্টোপাধ্যায় যখন হাসপাতালের বেডে লড়াই করছেন, সেই সময় কুরুচিকর পোস্ট হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। যার জেরে পৌলমী বসু লালবাজারের দ্বারস্থ হয়েছিলেন। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াও ছেড়েছিলেন।