সিডনি টেস্ট ঘিরে ফের বর্ণবিদ্বেষের গরম হাওয়া, উত্তাল ক্রিকেট
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মাঝে বারেবারেই বর্ণবিদ্বেষের অভিযোগ। সিডনিতে ভারতীয় দলের দুই পেসার জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের উপর বর্ণবৈষম্যমূলক কটূক্তি করার অভিযোগ ওঠে। টানা দ্বিতীয় দিন সিরাজকে টার্গেট করে গ্যালারি থেকে বর্ণবৈদ্বেষ মূলক মন্তব্য উড়ে আসে। সিডনিতে বর্ণবিদ্বেষের গরম হাওয়া যেন থামছে না। ফের নতুন করে অভিযোগ উঠে গেল।

ফের শিরোনামে বর্ণবিদ্বেষের অভিযোগ
এবার বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের নিশানায় ভারতীয় সমর্থকরা। তৃতীয় টেস্টে সিডনির এক নিরাপত্তারক্ষী ভারতের এক সমর্থককে কটূক্তি করেছেন বলে অভিযোগ।

নিজের দেশে ফিরে যাও
এখানেই শেষ নয়, সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের নিরাপত্তা দায়িত্বে থাকা ঐ ব্যক্তি ভারতীয় সমর্থক কৃষ্ণ কুমারকে 'নিজের দেশে ফিরে যাও' বলেছেন বলেও গুরুতর অভিযোগ উঠেছে। সিডনি টেস্টে বুমরাহ-সিরাজকে গ্যালারি থেকে বর্ণবৈষম্যের কটূক্তি করার অভিযোগের উত্তাপ ঠান্ডা হওয়ার আগেই এবার সিডনিতে নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট ফ্যানকে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করার অভিযোগ উঠে গেল।

ঠিক কী ঘটেছে
ভারতীয় ক্রিকেট সমর্থক কৃষ্ণ কুমার বর্ণবিদ্বেষের অভিযোগ দায়ের করেছেন। সিডনির এক অস্ট্রেলিয়ান সংবাদপত্র সূত্রেই এই খবর জানা গিয়েছে। ভারতীয় সমর্থক বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এক ব্যানারে 'প্রতিদ্বন্দ্বিতা ভাল, কিন্তু বর্ণবাদ নয়।' লিখে এনেছিলেন। এই নিয়েই নিরাপত্তাকর্মীর সঙ্গে ঝামেলার সূত্রপাত। যেখানে, সিডনিতে উপস্থিত থাকা নিরাপত্তারক্ষী ভারতীয় ঐ সমর্থকদের সেই ব্যানারগুলি সরিয়ে নিতে বাধ্য করেন। সেই সঙ্গে বর্ণের ভেদাভেদ নিয়েই মন্তব্য করেন বলে ভারতীয় সমর্থক অভিযোগ এনেছেন।

সমর্থক কী বলেছেন
আরও জানা গিয়েছে, অভিযোগ জানানো ঐ সমর্থক বলেন, 'আমি কোনও ক্ষতিপূরণ চাইছি না, মেম্বারশিপ বা বিনামূল্যে টিকিটও খুঁজছি না। আমাকে কেন প্রতিবাদ করতে দেওয়া হল না। আমি সেই উত্তর চাই।'