ব্রিসবেন: পূর্বাভাস ছিলই৷ শেষ পর্যন্ত তা সত্যি হল৷ ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে থাবা বসাল বৃষ্টি৷ তবে গাব্বায় টেস্টের তৃতীয় দিন বৃষ্টি নামার পূর্বাভাস থাকলেও শনিবার অর্থাৎ দ্বিতীয় চা-বিরতির সময়ই বৃষ্টি নামে৷ ফলে টি-ব্রেকের পর এখনও পর্যন্ত খেলা শুরু হয়নি৷

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে শুরুটা ভালো হয়নি ভারতের৷ সিডনির মতোই গাব্বাতেও ভারতীয় ইনিংসের সূচনা করেন শুভমন গিল ও রোহিত শর্মা৷ কিন্তু শুরুতেই গিলকে তুলে নিয়ে ভারতকে ধাক্কা দেন প্যাট কামিন্স৷ মাত্র ৭ রান করে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনার৷ মাত্র ১১ রানে প্রথম উইকেট হারায় ভারত৷

সিডনিতে প্রথম ইনিংসে ৫০ এবং দ্বিতীয় ইনিংসে ৩১ রান করলেও এদিন শুরুতেই অজি পেস আক্রমণের সামনে নড়বড়ে দেখাচ্ছিল গিলকে৷ কামিন্সের আউটসুইং ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে আউট গিন তিনি৷ তিন নম্বরে ব্যাটিং করতে নামেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ চেতেশ্বর পূজারা৷ তাঁকে নিয়ে দ্বিতীয় উইকেটেও বড় রান তুলতে পারেননি রোহিত৷ দারুণ শুরু করেও ব্যক্তিগত ৪৪ রানে আউট হিন ‘হিটম্যান’৷

নাথান লায়নের ফ্লাইট মিস করে লন-অনে ক্যাচ তুলে মিচেল স্টার্কের হাতে ধরা দেন রোহিত৷ অর্থাৎ ৬০ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত৷ পূজারের সঙ্গে জুটি বাঁধতে ক্রিজে আসেন ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে৷ চা-বিরতিতে ২ উইকেট হারিয়ে ৬২ রান তোলে টিম ইন্ডিয়া৷ পূজারা ৮ ও রাহানে ২ রানে অপরাজিত রয়েছেন৷ কিন্তু টি-ব্রেকের সময়ই বৃষ্টি নামার এখনও পর্যন্ত খেলা শুরু করা সম্ভব হয়নি৷

এর আগে এদিন ৯৫ রানে অস্ট্রেলিয়ার শেষ পাঁচটি উইকেট তুলে নিয়ে অজি ইনিংসের লেজ ছেঁটে ফেরেন ভারতীয় বোলাররা৷ তবে অস্ট্রেলিয়াকে এদিন তিনশো রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন ক্যাপ্টেন টিম পেইনের লড়াকু হাফ-সেঞ্চুরি ও ক্যামেরন গ্রিনের ৪৭ রানের ইনিংস৷ শুক্রবার ম্যাচের প্রথম দিন  দুর্দান্ত সেঞ্চুরি অজি ইনিংসকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছিলেন মার্নাস ল্যাবুশান৷ তবে এদিন নবম ও দশম উইকেটে যথাক্রমে ৩৯ ও ১৫ রান যোগ না-করলে সাড়ে তিনশোর আগেই শেষ হয়ে যেত ক্যাঙ্গারুদের ইনিংস৷

বল হাতে সফল ভারতের দুই অভিষেককারী টি নটরাজন ও ওয়াশিংটন সুন্দর৷ জোস হ্যাজেলউডের স্টাম্প ছিটকে দিয়ে অজি ইনিংসের লেজ গুটিয়ে দেন নটরাজান৷ অভিষেক টেস্টে ৭৮ রান খরচ করে তিন উইকেট তুলে নেন বাঁ-হাতি পেসার৷ তিন উইকেট নিয়েছেন আরও এক অভিষেককারী সুন্দর৷ ৩১ ওভার হাত ঘুরিয়ে ৮৯ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন অফ-স্পিনার৷ দু’ বছর পর কামব্যাক টেস্টে ভালো বোলিং করেন শার্দুল ঠাকুরও৷ ডানহাতি পেসারের ঝুলিতেও তিন উইকেট৷ একটি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনাকালে বিনোদন দুনিয়ায় কী পরিবর্তন? জানাচ্ছেন, চলচ্চিত্র সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত I