বাংলায় স্বস্তি দিচ্ছে করোনা! দৈনিক সংক্রমণের সঙ্গে তাল মিলিয়ে কমল সক্রিয়ের সংখ্যা
স্বস্তি ফিরছে করোনায়। বাংলায় করোনা গ্রাফ ফের নিম্নমুখী হল শনিবার। দৈনিক আক্রান্ত ফের একটু কমল বাংলায়। প্রতিদিনই স্বস্তি মিলছে সুস্থতার সংখ্যায়। দৈনিক করোনা সংক্রমণ নেমে এসেছে প্রায় ৬০০-য়। করোনা সক্রিয়ের সংখ্যা ৭০০০-র সামান্য উপরে। করোনা সুস্থের সংখ্যাও সাড়ে পাঁচ লক্ষ ছুঁই ছুঁই।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬০৯ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৬৪ হাজার ৯৮ জন। এদিন ৬০৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৪ হাজার ৭০৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০০৪১। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৬৪ হাজার ৭০৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ১৫১ জন। এদিন ৭২ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬০৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৬৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৪৭ হাজার ৫১৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৬.৯৬ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭৬ লক্ষ ২১ হাজার ১৩২ জনের। ১০০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৮৪৬৭৯। এদিন টেস্টিং হয়েছে ৩০০১১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৪১ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৬৫৭১। এদিন ১৫০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২০২২৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৮ জন বেড়ে হয়েছে ৩৬৭২৪। হাওড়ায় আক্রান্ত ৩৫২৬৩। এদিন আক্রান্ত হয়েছেন ৪১ জন। হুগলিতে ৩১ জন বেড়ে আক্রান্ত ২৯১৫৭ জন।