আইএসএল ২০২০-২১ : মুম্বই সিটি বনাম হায়দরাবাদের হাড্ডাহাড্ডি প্রথমার্ধ গোলশূ্ন্য, একাধিক সুযোগ হাতছাড়া
মুম্বই সিটি এফসি ও হায়দরাবাদ এফসি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শেষ হল আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধ। একাধিক সুযোগ তৈরি করেও গোল দিতে ব্যর্থ হয় দুই দল। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথম ৪৫ মিনিট।

এই ম্যাচের আগে পর্যন্ত আইএসএলে ১০টি মোকাবিলা থেকে ২৫ পয়েন্ট অর্জন করেছে মুম্বই সিটি এফসি। লিগ তালিকার শীর্ষ স্থানে থাকা দল আজ জিতলে ২৮ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। অন্যদিকে ১০ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার চতুর্থ স্থানে রয়েছে হায়দরাবাদ এফসি। আজ জিতলে ১৮ পয়েন্টে গিয়ে দাঁড়াবেন আরিদানে সান্টারারা।
ম্যাচের গুরুত্ব অনুযায়ী প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। একদিকে আক্রমণে উঠতে থাকে মুম্বই সিটি এফসি। প্রতি আক্রমণে উঠে অমরিন্দর সিং-দের একাধিকবার চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় আরিদানে সান্টানা শিবির। গতিশীল ম্যাচ টানটান ও আকর্ষণীয় হয়ে ওঠে। একাধিকবার গোলের কাছে পৌঁছেও যায় মুম্বই সিটি এফসি এবং হায়দরারাবাদ এফসি। তবে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
আইএসএলে ক্রমে অপ্রতিরোধ্য হয়ে ওঠা মুম্বই সিটি এফসি বল দখলের লড়াইয়ে হায়দরাবাদ এফসি-কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। ৬০ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের বুটেই রাখেন অ্যাডম লে ফনড্রেরা। প্রথমার্ধে নিজেদের মধ্যে প্রায় তিনশোটি পাস খেলে মুম্বই সিটি এফসি। সে নিরিখে একটি সহজ গোলের সুযোগ মিস করার ছাড়া কোনও কেরামতি দেখাতে পারেনি হায়দরাবাদ এফসি। দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে আরও হাড্ডাহাড্ডি লড়ই দেখতে চান ফুটবল প্রেমীরা।