ব্রিসবেন: টেস্ট ক্রিকেটে রোহিত শর্মাকে সবচেয়ে বেশিবার আউট করার কৃতিত্ব নাথান লায়নের৷ শনিবার ব্রিসবেনে টেস্টের দ্বিতীয় দিন লায়নের শিকার হন ‘হিটম্যান’৷ এ নিয়ে টেস্টে ক্রিকেট রোহিতকে সবচেয়ে বেশি ছ’বার আউট করার কৃতিত্ব অর্জন করেন অজি অফ-স্পিনার৷
গাব্বায় কেরিয়ারে শততম টেস্ট খেলছেন লায়ন৷ সেঞ্চুরি টেস্টে তাঁর প্রথম শিকার রোহিত৷ অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৬৯ রান করার পর ব্যাটিং করতে নেমে এদিন টেস্টের দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে ভারত৷ আউট হয়েছে শুভমন গিল ও রোহিত শর্মা৷ প্যাট কামিন্স শুরুতেই গিলকে তুলে নেন৷ কিন্তু ক্রিজে জমে যাওয়া রোহিতে প্যাভিলিয়নে ফেরান লায়নের একটি দুরন্ত ডেলিভারি৷
গিল ব্যক্তিগত ১১ রানে আউট হলেও ৪৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন রোহিত৷ চেতেশ্বর পূজারা সঙ্গে হাফ-সেঞ্চুরি গড়েন ‘হিটম্যান’৷ কিন্তু লায়নের ফ্লাইট মিস করে মিড-উইকেটে লম্বা ক্যাচ তুলে দেন রোহিত৷ সুযোগ হাতছাড়া করেননি মিচেল স্টার্ক৷ সেই সঙ্গে টেস্টে ক্রিকেটে ৩৯৭তম শিকার করে ফেলেন লায়ন৷ অর্থাৎ চারশো উইকেটের মাইলস্টোন থেকে মাত্র ৩ উইকেট দূরে অজি অফ-স্পিনার৷
টেস্টে ছ’বার লায়নের শিকার হলেন রোহিত৷ এখনও পর্যন্ত ৩৪টি টেস্টে রোহিতকে সর্বাধিক আউট করার কৃতিত্ব তাঁরই৷ টেস্টে ক্রিকেটে লায়নের ২৫৮টি বল খেলেছেন ভারতীয় এই টপ-অর্ডার ব্যাটসম্যান৷ রোহিত সবেচেয়ে বেশিবার আউট হয়েছে লায়নের বলেই৷ রোহিতকে পাঁচবার আউট করেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা৷ এছাড়া আর এক প্রোটিয়া পেসার ভার্নন ফিল্যান্ড রোহিতকে আউট করেছেন তিনবার৷
টেস্টে ক্রিকেট দ্বিতীয় অজি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট লায়নের ঝুলিতে৷ তাঁর আগে রয়েছেন কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন৷ গাব্বায় আরও তিনটি উইকেট পেলে অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে চারশো উইকেটের মাইলস্টোন স্পর্শ করবেন লায়ন৷ তাঁর আগে রয়েছেন ওয়ার্ন (৭০৮) এবং গ্লেন ম্যাকগ্রা (৫৬৩)৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.