• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইএসএলে ফের গোয়ার সামনে এটিকে মোহনবাগান, এগিয়ে কোন দল? কী বলছে পরিসংখ্যান?

রবিবার আইএসএলের ফিরতি লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান। এফসি গোয়ার বিরুদ্ধে ফের মোকাবিলায় নামছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। দুই শিবিরের লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তার আগে শক্তি এবং পরিসংখ্যানে কোন দল এগিয়ে, তা দেখে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হওয়ার আগে আইএসএলে ১৪ বার এফসি গোয়ার মুখোমুখি হয়েছে দুই এটিকে। পাঁচ বার জিতেছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। তিন বার জিতেছে গোয়া। দুই দলের মধ্যে ৬ বার ম্যাচ ড্র হয়েছে। মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হওয়ার পর এফসি গোয়ার বিরুদ্ধে একবারই মুখোমুখি কলকাতর ক্লাব। জিতেছে এটিকে মোহনবাগান।

শেষ দুই সাক্ষাৎ

শেষ দুই সাক্ষাৎ

চলতি আইএসএলের প্রথম পর্বের লিগ স্তরে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান। পেনাল্টি থেকে করা রয় কৃষ্ণার গোলে ম্যাচ জিতেছিল আন্টোনিও লোপেজ হাবাসের দল। আইএসএল ২০১৯-২০২০ মরসুমের লিগ স্তরের দ্বিতীয় পর্বে গোয়ার মুখোমুখি হয়েছিল এটিকে। ২-০ গোলে ম্যাচ জিতেছিল কলকাতার ক্লাব।

লিগ তালিকায় অবস্থান

লিগ তালিকায় অবস্থান

১০ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে এটিকে মোহনবাগান। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ জিতেছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। অন্যদিকে ১১ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এফসি গোয়া।

সবচেয়ে বেশি গোল

সবচেয়ে বেশি গোল

এফসি গোয়ার হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন ইগর আনগুলো। ৯টি গোল করে আইএসএল তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন স্প্যানিশ স্ট্রাইকার। দলগত ভাবে গোয়ার গোল সংখ্যা ১৬। এটিকে মোহনবাগানের জার্সিতে ৬টি গোল করা রয় কৃষ্ণ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন। দলগত ভাবে সবুজ-মেরুনের গোল সংখ্যা ১০।

সেভ ও ক্লিনশিট

সেভ ও ক্লিনশিট

আইএসএলে সবচেয়ে বেশি সাতটি ক্লিনশট এসেছে এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের দস্তানা থেকে। এখনও পর্যন্ত ৩১টি বল তিনি সেভ করেছেন। এফসি গোয়ার গোলরক্ষক মহম্মদ নওয়াজের ঝুলিতে রয়েছে দুটি ক্লিনশিট। মোট ১৯টি সেভ রয়েছে তাঁর নামের পাশে।

পাল্লা ভারী কোন দলের

পাল্লা ভারী কোন দলের

পারফরম্যান্স এবং পরিসংখ্যানের নিরিখে দুই দল কমবেশি একই জায়গায় দাঁড়িয়ে। দুই দলের শক্তিও কার্যত সমান। ফলে রবিবার এটিকে মোহনবাগান ও এফসি গোয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধরে নেওয়া যায়।

English summary
ISL 2020-21 : Head to head statistics, records and results between ATK Mohun Bagan and FC Goa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X