উত্তরে জাঁকিয়ে শীতের সঙ্গে চলছে কুয়াশার দাপট! বাংলার তিন জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা
রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত (winter) । সঙ্গে রয়েছে উত্তরে হাওয়ার দাপট। আগামী অন্তত দিন দুয়েক এই আবহাওয়া (weather) বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (temperature) ছিল শুক্রবারের থেকে সামান্য বেশি। শুক্রবারের তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস আর শনিবার সকালে তা সামান্য বেড়ে হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

উত্তর ভারতে কুয়াশার দাপট
রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে। এদিন কুয়াশার প্রভাব পড়েছে ট্রেন ও বিমান চলাচলের ওপরে। একদিকে যেমন একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, অন্যদিকে বেশ কিছু বিমান বাতিল করার পাশাপাশি বেশ কিছু বিমান দেরিতে রওনা দেয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবারের পরে রবিবারেও উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় একই পরিস্থিতি বজায় থাকবে। তবে সোমবার পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আ্রগামী ২ দিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। এরপর থেকে পরপর তিনদিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে জেলাগুলিতে কুয়াশার দাপটের ব্যাপারে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে দৃশ্যমানতা ২০০ মিটারের কম হয়ে যেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ দিন রাতের তাপমাত্রার সেরকম কোন পরিবর্তন হবে না। তবে তার পর থেকে পরপর তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। এছাড়াও গাঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে। এছাড়াও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে দু-একটি জায়গায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১০.৩ (৯.৮)
বালুরঘাট ৮.৮ (৮.৬)
বাঁকুড়া ১১.৪ (১১.১ )
ব্যারাকপুর ১২.৩ (১২.২ )
বহরমপুর ৮.২ (১০.২)
বর্ধমান ১১.৮ (১২.৩ )
ক্যানিং ১৪.৬ (১৪.৪)
কোচবিহার ১১.৩ (৮.৭ )
দার্জিলিং ৪.২ (৪.৬)
দিঘা ১৪.৪ (১৫.৩)
কলকাতা ১৪.৬ (১৪.৫)
মালদহ ১০.৮ (১১)
পানাগড় ১০.১ (৯.২)
পুরুলিয়া ৭.৪ (৬)
শিলিগুড়ি ১২ (৯.১)
শ্রীনিকেতন ১০ (১০.২ )