• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

তৃণমূলের কোন কোন সাংসদ পা বাড়িয়ে বিজেপির দিকে, জল্পনা বাড়িয়ে নাম নিলেন সৌমিত্র

  • |

অমিত শাহের বাংলায় সফরের আগে তৃণমূলের অভ্যন্তরে চাপ বাড়িয়ে দিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরে বিজেপি (bjp) সাংসদ সৌমিত্র খাঁ(soumitra khan)। এদিন তিনি রাজ্যের মন্ত্রী ও তৃণমূল সাংসদদের একের পর নাম করে দাবি করেন কিছুদিনের মধ্যেই অন্তত সাত থেকে আটজন যোগ দেবেন তাঁদের দলে।

ভাবছেন না ২১-এর নির্বাচন নিয়ে, ২৪-এর টার্গেট বললেন অনুব্রত! তৃণমূলের বিভাজন নিয়ে বড় ঘোষণা

রাজীব বন্দ্যোপাধ্যায়

রাজীব বন্দ্যোপাধ্যায়

এদিন নিজের কেন্দ্র বিষ্ণুপুরে থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় প্রথম যে নামটি করেন, তিনি হলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি ফেসবুক লাইভও করেন। স্বাধীনতার পক্ষে সওয়াল করে তিনি প্রশ্ন করেন, দল কেন মানুষের কাছ থেকে সরে যাবে। তিনি বলেন, মানুষের সঙ্গে কাজ করতে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করব সেটাই করব। তবে, এদিন তাঁর দলবদল নিয়ে প্রবল জল্পনা তৈরি হলেও, বিষয়টি নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। তিনি ধৈয্য ধরে থাকার কথা জানিয়ে পথ খোলা রাখলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

শতাব্দী রায়

শতাব্দী রায়

তাঁর তালিকায় থাকা দ্বিতীয় নামটি হল বীরভমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বৃহস্পতি ও শুক্রবার বেসুরো থাকার পর রাতের দিকে সুরে ফিরেছেন। কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর বলেছেন, দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা প্রয়োজন। যদিও শতাব্দী রায়ের এই মন্তব্যয়কে আমল দিতে রাজি নন সৌমিত্র। তিনি বলেছেন, দিদি অভিনয় করে আপাতত শতাব্দী রায়কে আটকেছেন। তিনি বলেন, শতাব্দী রায়কে ২-৪ দিনের জন্য আটকানো হয়েছে। তিনি (শতাব্দী রায়) বিজেপিতেই আসবেন বলে দাবি করেছেন সৌমিত্র খাঁ। বিজেপিতে যোগ দিয়ে তিনি কিছু কাজ করতে চান বলে জানিয়েছেন সৌমিত্র খাঁ।

অপরূপা পোদ্দার

অপরূপা পোদ্দার

বিষ্ণুপুরের সাংসদের তালিকায় থাকা তৃতীয় নামটি হল আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। আরামবাগের তৃণমূল সাংসদ দাবি করেছেন, সৌমিত্র খাঁ কিংবা বিজেপির সঙ্গে তাঁর কোনও কথাই হয়নি। তিনি তৃণমূলেই থাকছেন বলে জানিয়েছেন অপরূপা পোদ্দার। গতবছরের শেষের দিকে অপরূপা পোদ্দারের নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সারদা-নারদায় যাঁদের নাম ছিল তাঁরাই বিজেপিতে যাচ্ছেন। এর পাল্টা অপরূপা বলেছিলেন ওনার ভেবে বলা উচিত। দলের বর্ষীয়ান নেতার কথায় বিজেপি বল পাচ্ছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

প্রসূন বন্দ্যোপাধ্যায়

প্রসূন বন্দ্যোপাধ্যায়

এদিন সৌমিত্র খাঁ চতুর্থ যে নামটি করেছেন, তা হল হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবারই তিনি বলেছেন, দলে তিনি ভাল অবস্থায় নেই। দলের সাংগঠনিক পরিবর্তনের কথা যদি কেউ ফোনে বা এসএমএস-এ জানাত, তাহলে তিনি গর্বিত হতেন। প্রসঙ্গত এদিন সকালে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন অপর তৃণমূল সাংসদ সৌগত রায়। সমস্যার কথা জানতে চান তিনি।

বিষ্ণুপুরে তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারীর নামও

বিষ্ণুপুরে তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারীর নামও

সৌমিত্র খাঁ এদিন দাবি করেন, বিজেপির অন্তত সাত থেকে আটজন সাংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন। প্রসঙ্গত দিন কয়েক আগে তৃণমূলের তরফে জ্যোতিপ্রিয় মল্লিক এবং কুণাল ঘোষও একই দাবি করেছিলেন। সৌমিত্র খাঁ এদিন বলেন, তিনি বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরে গিয়েই বলেছিলেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবেন। সেই সময় তৃণমূলের তরফে অস্বীকার করা হয়েছিল। এবারও তিনি তৃণমূলের হেভিওয়েটদের নাম ঘোষণা করে দিলেন।

লোকসভায় তৃণমূলের সদস্য সংখ্যা ২২। দল ভাঙতে গেলে এক তৃতীয়াংশ হিসেবে অন্তত আটজন সাংসদের সমর্থন প্রয়োজন। বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন। অধিকারীর পরিবারের দুই সাংসদ এখনও নিজেদের অবস্থান জানাননি। সেই পরিস্থিতিতে সৌমিত্র খানের এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

English summary
MP Soumitra Khan says several minister and mps will join BJP in near future
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X