কোভিড ১৯ টিকাকরণের পর শরীরে মৃদু সংক্রমণকে ভাল সংকেত বললেন গুলেরিয়া
কোভিড ১৯-এর টিকা নেওয়ার পর শরীরে মৃদু সংক্রমণ বা বিপরীত প্রতিক্রিয়া তৈরি হলে ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে জানালেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমসের ডিরেক্টর ডাক্তার রনদীপ গুলেরিয়া। শনিবার কোভিশিল্ড নেওয়ার পর তিনি রীতিমতো হলফ করে বলেছেন যে করোনা ভাইরাসের টিকা নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। বরং ছোটোখাটো অস্বস্তি মানুষের শারীরিক সক্ষমতার সূচক বলে জানিয়েছেন ডাক্তার গুলেরিয়া।

কী বললেন গুলেরিয়া
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমসের ডিরেক্টর ডাক্তার রনদীপ গুলেরিয়ার বক্তব্য, নির্ভয়ে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন টিকা নিতে পারেন দেশের মানুষ। টিকা নেওয়া পর শরীরে মৃদু সংক্রমণ এবং বিপরীত প্রতিক্রিয়া দেখা দিলেও ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন গুলেরিয়া। তাঁর কথায়, এ ধরনের সংক্রমণের অর্থ প্রতিষেধকের ডাকে শরীর সাড়া দিচ্ছে। অ্যান্টিবডি তৈরির কাজ শুরু হলে জ্বর, মৃদু কম্পনের মতো শরীরে ছোটোখাটো বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলেও জানিয়েছেন এইমস ডিরেক্টর।
|
টিকা নিলেন এইমস ডিরেক্টর
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা পরেই দেশজুড়ে করোনা ভাইরসের গণ টিকাকরণ শুরু হয়। প্রথম পর্যায়ে কোভিশিল্ড শরীরে গ্রহণ করেছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দেশের স্বাস্থ্যকর্মীরা। সেই তালিকায় এইমস ডিরেক্টর ডাক্তার রনদীপ গুলেরিয়ার নামও সামিল রয়েছে।

কী বললেন প্রধানমন্ত্রী
কোভিড ১৯ টিকা নিয়ে দেশবাসীকে গুজবে কান দিতে বারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তঁর বক্তব্য, ড্রাগ কন্ট্রোলার জেনারাল অফ ইন্ডিয়ার তরফে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে ছাড় দেওয়া হয়েছে। ফলে দুটি টিকাই যে ঝুঁকিহীন, সে ব্যাপারে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।

সেভাবেই তৈরি টিকা
ভারতের আবহাওয়া এবং পরিবেশের ওপর ভিত্তি করে কোভিড ১৯-এর দুটি টিকা তৈরি করা হয়েছে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে এই টিকা থেকে পার্শ্ব প্রতিক্রিয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মোদী।