কলকাতা: অসমের নবনির্বাচিত অধিনায়ক রিয়ান পরাগের অলরাউন্ড পারফরম্যান্সে চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথম হার বাংলার। প্রথম তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিকের পর চতুর্থ ম্যাচে শনিবার ইডেন গার্ডেন্সে অসমের কাছে ১৩ রানে হারল অনুষ্টুপ মজুমদার নেতৃত্বাধীন দল।
টস জিতে এদিন অসমকে প্রথমে ব্যাট করার আহ্বান জানান বাংলা অধিনায়ক অনুষ্টুপ। নিজের প্রথম দুই ওভারে অসমের দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফিরিয়ে শুরুটা দুর্দান্ত করেন ইশান পোড়েল। যার মধ্যে ঋষভ দাসকে নিজের এবং অসম ইনিংসের চতুর্থ বলে শুন্য রানে ফেরান লিলুয়ার পেসার। তবে প্রাথমিক বিপর্যয় সামলে তৃতীয় উইকেটে ডেনিশ দাসের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক পরাগ। ডেনিশ-পরাগের জুটিতে ওঠা মূল্যবান ৭৬ রান দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনে অসমকে। ব্যক্তিগত ৩৪ রানে ডেনিশ আউট হয়ে ফিরে গেলেও থামানো যায়নি অসম অধিনায়ককে।
৫৪ বলে মারকাটারি ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলের রান দেড়শো পার করেন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সাড়া জাগানো এই তারকা। ১৪তম ওভারে ডেনিশ আউট হওয়ার পর কার্যত একার কাঁধেই অসমকে টানেন পরাগ। শেষ পাঁচ ওভারে অসম অধিনায়কের ব্যাটিং বিক্রমে স্কোরবোর্ডে যোগ হয় ৫৭ রান। পরাগের ৭৭ রানের ইনিংস সাজানো ছিল ৫টি চার এবং ৫টি ছয়ে।
১৫৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলা। ঝোড়ো মেজাজে শুরু করেছিলেন গত ম্যাচের নায়ক শ্রীবৎস গোস্বামী এবং দ্বিতীয় ম্যাচে শতরানকারী বিবেক সিং। কিন্তু চতুর্থ এবং পঞ্চম ওভারে দুই ওপেনারকে হারিয়ে ছন্দ হারায় বাংলা। চতুর্থ ওভারের তৃতীয় বলে যখন মুক্তার হোসেনের বলে উইকেটের পিছনে তালুবন্দি হন শ্রীবৎস, দলের রান তখন ৩৭। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক অনুষ্টুপ এবং অভিজ্ঞ মনোজ ৬৪ রান যোগ করে জয়ের আশা ভীষণভাবে জিইয়ে রেখেছিলেন। কিন্তু ত্রয়োদশ ওভারে ২২ বলে ৩৩ রান করে মনোজ ফিরতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলার ব্যাটিং লাইন-আপ।
অধিনায়ক অনুষ্টুপ একদিক আঁকড়ে থাকলেও লাভ হয়নি। মনোজের পর দ্বিতীয় কোনও ব্যাটসম্যানের সঙ্গ না পাওয়ায় অপরাজিত থেকেও দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে ব্যর্থ হন অনুষ্টুপ। ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন অনুষ্টুপ। কিন্তু ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৪ রানেই থেমে যায় বাংলার ইনিংস। ১৯তম ওভারে জোড়া উইকেট খুঁইয়ে জয়ের রাস্তা হারিয়ে ফেলে কোচহীন বাংলা। ৪ ওভারে ২৭ রান দিয়ে অসমের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন প্রীতম দাস। ব্যাট হাতে ঝোড়ো ইনিংসের পর ২৮ রান দিয়ে ২ উইকেট নেন রিয়ান পরাগ। এই নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় অসমের।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.