• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কৃষক-কেন্দ্র হাইভোল্টেজ বৈঠক শুরুর পথে! কৃষি আইন বিরোধীদের মুখে কোন বার্তা

  • |

দিল্লির বিজ্ঞানভবনে সরকারের আহ্বানে পৌঁছলেন কৃষকরা। সেখানে উপস্থিত হয়েই কৃষকরা সাফ জানিয়েছেন কোনও প্রকারেই তাঁরা বিশেষ কিছু আশা করছেন না এই বৈঠক থেকে। ফলে জল্পনার পারদ সেই তুঙ্গেই উঠতে থাকে।

কৃষক-কেন্দ্র হাইভোল্টেজ বৈঠক শুরুর পথে! কৃষি আইন বিরোধীদের মুখে কোন বার্তা

এদিন ১২ টা থেকে দিল্লিতে ফের মুখোমুখী হন কেন্দ্রীয় মন্ত্রী ও কৃষক সংগঠনের নেতারা। এর আগে অষ্টম বৈঠকেই কেন্দ্র স্পষ্ট করেছিল যে কোনও মতেই কৃষি আইন তাঁরা তুলে নেওয়া হবে না। তবে কৃষকরাও নিজেদের দাবি থেকে সরতে রাজি হননি। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর বৈঠক কোনদিকে যায় সেদিকে নজর সব মহলের।

এদিকে, শীর্ষ আদালতের এই রায়কে নিজেদের জয় বলেই মনে করছেন কৃষকরা। কিন্তু এখনও তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন কিনা তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে আন্দোলনের সময় বৃদ্ধ , মহিলা ও শিশুদের না নিয়ে আসার অনুরোধ জানিয়েছে শীর্ষ আদালত। কারণ এতে প্রাণহানির আশঙ্কা থাকে। প্রসঙ্গত, গত ৪০ দিন ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। মোদী সরকারের সঙ্গে ৮ দফায় বৈঠক হয়েছে তাঁদের। কিন্তু কোনও বৈঠকেই সমাধান সূত্র বেরোয়নি। এদিকে শীর্ষ আদালত জানিয়েছে, শীর্ষ আদালত জানিয়েছে ৩ কৃষি আইনই আপাতত স্থহিত রাখা হল। তবে অনির্দিষ্টকালের জন্য কৃষি আইন স্থগিত রাখা সম্ভব নয়। সেটা সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী। সেকারণে কৃষকদের সঙ্গে দ্রুত সমস্যা সমাধানে একটি চার সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

English summary
Farmers reach Vigyan Bhavan for 9 th round of talks, says dont expect much
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X