প্রথম দিনেই টার্গেট ৩ লক্ষ স্বাস্থ্যকর্মী, টিকাকরণের মহাযজ্ঞের কাউন্ট ডাউন শুরু গোটা দেশে
করোনা টিকাকরণের প্রথমদিনেই ৩ লক্ষ স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন প্রদানের টার্গেট নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যেই করোনা ভ্যাকসিন প্রদানেক কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সব রাজ্যকে রুলবুক পাঠিয়ে দিেয়ছে কেন্দ্রীয় সরকার। তাতে ১৮ বছরের কম বয়সী এবং অন্তঃসত্ত্বা মহিলাদের করোনা ভ্যাকসিন প্রদান করা হবে না বলে জানানো হয়েছে। গোটা দেশে ২৯৩৪টি টিকাকরণ কেন্দ্র করোনা ভ্যাকসিন প্রদান করা হবে ১৬ জানুয়ারি অর্থাৎ শনিবার থেকে।

করোনা টিকাকরণের প্রথম দিনে যতটা বেশি সংখ্যক স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন প্রদান করার কথা ভেবেছে মোদী সররকার। সেই মতোই এগোচ্ছে কাজ। স্বাস্থ্যককর্মীদের টিকাকরণের জন্য সরকারি হাসপাতালগুলিকেই বেছে নেওয়া হয়েছে। প্রতিদিন ১০০টি করে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। তার জন্য সপ্তাহের তিনদিন টিকাকরণের জন্য বেছে নেওয়া হয়েছে। চরম নিরাপত্তার মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন গুলি রাখা হয়েছে।
গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন করোনা ভ্যাকসিন নিলেই যে সন্ধান ধারণের ক্ষমতা কমে যাবে এমন ধারানা একেবারেই ভুল। কোনও ভাবেই এরকম কোনও ঘটনা ঘটবে না। গুজব ছড়ানো হচ্ছে ভ্যাকসিন নিয়ে। এই নিয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ভারতের করোনা ভ্যাকসিন টিকাকরণের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই ব্রাজিলে করোনা ভ্যাকসিন রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।