বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে আইসিসি মঞ্চে বিশেষ কীর্তি গড়লেন লাবুশেন
ভারতের বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন মার্নাস লাবুশেন। একবার জীবন দান পাওয়ার ফায়দা তুলে অস্ট্রেলিয়াকে অনেকটা টেনে নিয়ে গিয়েছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। সঙ্গে আইসিসি মঞ্চে এমন এক নজির গড়েছেন, যা করে দেখাতে পারেননি রথি-মহারথিরা। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

ব্রিসবেনে লাবুশেন
ব্রিসবেন টেস্টে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে ব্যাটিং করেছেন মার্নাস লাবুশেন। টিম ইন্ডিয়ার অনভিজ্ঞ বোলিং আক্রমণের বিরুদ্ধে ২০৪ বলে ১০৮ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন অজি ব্যাটসম্যান। ৯টি চার এসেছে লাবুশেনের ব্যাট থেকে।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঁচটি শতরান
ভারতের বিরুদ্ধে ব্রিসবেনের ইনিংস ধরে চলতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচটি শতরান করেছেন মার্নাস লাবুশেন। চলতি প্রতিযোগিতায় অন্য কোনও দলের কোনও ব্যাটসম্যান এই কাজ করে দেখাতে পারেননি। অর্থাৎ নজির গড়লেন লাবুশেন।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে লাবুশেনের পারফরম্যান্স
ব্রিসবেনে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করা মার্নাস লাবুশেন আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ১৬৫০ রান করেছেন। এই মঞ্চে ২৬ বছরের অজি ক্রিকেটারের ব্যাটিং গড় ৭৫। পাঁচটি শতরানের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯টি অর্ধশতরানও হাঁকিয়েছেন মার্নাস লাবুশেন।

লাবুশেনের টেস্ট কেরিয়ার
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ১৮টি টেস্ট ম্যাচ খেলে ১৮৬০ রান করেছেন মার্নাস লাবুশেন। পাঁচটি শতরান করার ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর ২১৫। দেশের হয়ে টেস্টে ১০টি অর্ধশতরানও রয়েছে লাবুশেনের।
অভিষেকে উইকেট নিলেও মাত্রাতিরিক্ত রান দিলেন জুনিয়ার সচিন! হার মুম্বইয়ের