কলকাতা: ১৬ জানুয়ারি শনিবার বাংলায়ও শুরু হচ্ছে করোনা টিকাকরণ৷ কিন্তু তার ২৪ ঘন্টা আগে রাজ্যে করোনা আক্রান্ত ৬২৩ জন৷ একদিনে মৃত্যু হয়েছে ১৬ জনের৷

শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে আক্রান্ত ৬২৩ জন৷ বৃহস্পতিবার ছিল ৬৮০ জন৷ তারফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৫ লক্ষ ৬৪ হাজার ৯৮ জন৷

গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের৷ বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ১৭ জন৷ সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যাটা ১০ হাজার ২৬ জন৷ এদের মধ্যে শুধু কলকাতায় মৃত্যু হয়েছে ৩,০৪০ জনের৷ আর উত্তর ২৪ পরগণার সংখ্যাটা ২,৪২৭ জন৷

স্বস্তির খবর,রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬৫৬ জন৷ বৃহস্পতিবার ছিল ৬৯৪ জন৷ বুধবার ছিল ৭৯৪ জন৷ তারপর রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৪৬ হাজার ৮৪৯ জন৷ আর সুস্থতার হার বেড়ে ৯৬.৯৪ শতাংশ৷ প্রায় ৯৭ শতাংশ৷

তবুও চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহার৷ ১৪ জানুয়ারির তথ্য অনুযায়ী, বাংলায় মৃত্যু হার ১ দশমিক ৭৮ শতাংশ৷ ১৩ জানুয়ারি ছিল ১.৭৭ শতাংশ৷ তবে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৭১৫ জন৷ হোম আইসোলেশনে ৫ হাজার ৫০৩ জন৷ আর সেফ হোমে রয়েছেন মাত্র ৫৪ জন৷

অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ৭ হাজার ২২৩ জন৷ বৃহস্পতিবার ছিল ৭ হাজার ২৭২ জন৷ তুলনামূলক ৪৯ জন কম৷

এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে প্রায় ৭৬ লক্ষ৷ তথ্য অনুযায়ী ৭৫ লক্ষ ৯১ হাজার ১২১ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৮৪,৩৪৬ জন৷

বি: দ্র: – প্রতিদিন সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন থেকে যে বুলেটিন প্রকাশিত হয়,সেখানে আগের দিন সকাল ৯ টা থেকে বুলেটিন প্রকাশিত হওয়ার দিন সকাল ৯ টা পর্যন্ত তথ্য উল্লেখ করা হয়৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনাকালে বিনোদন দুনিয়ায় কী পরিবর্তন? জানাচ্ছেন, চলচ্চিত্র সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত I