বাংলায় করোনার দৈনিক সংক্রমণ আরও কমল, স্বস্তি দিয়ে ফের নিম্নমুখী হল গ্রাফ
বাংলায় করোনার গ্রাফ ফের নিম্নমুখী হল শুক্রবার। দৈনিক আক্রান্ত ফের একটু কমল। প্রতিদিনই স্বস্তি মিলছে সুস্থতার সংখ্যায়। দৈনিক করোনা সংক্রমণ নেমে এসেছে প্রায় ৬০০-য়। করোনা সক্রিয়ের সংখ্যা ৭০০০-র সামান্য উপরে। করোনা সুস্থের সংখ্যাও সাড়ে পাঁচ লক্ষ ছুঁই ছুঁই। আর করোনা সুস্থতার হারও ৯৭ শতা্ংশ হতে চলেছে।


একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬২৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৬৩ হাজার ৪৭৫ জন। এদিন ৬২৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৪ হাজার ৯৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০০২৬। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৬৪ হাজার ৯৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ২২৩ জন। এদিন ৪৯ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬২৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৫৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৪৬ হাজার ৮৪৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৬.৯৪ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭৫ লক্ষ ৯১ হাজার ১২১ জনের। ১০০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৮৪৩৪৬। এদিন টেস্টিং হয়েছে ৩০৫৬০ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৪৩ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৬৪২১। এদিন ১৭১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২০০৪২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪৭ জন বেড়ে হয়েছে ৩৬৬৮৬। হাওড়ায় আক্রান্ত ৩৫২২২। এদিন আক্রান্ত হয়েছেন ২৯ জন। হুগলিতে ৩৩ জন বেড়ে আক্রান্ত ২৯১২৬ জন।
বাংলায় ভোটের ঘণ্টা বাজল বলে! চূড়ান্ত তালিকা থেকে বাদ ৬ লক্ষ, তোড়জোর কমিশনের