টিকাকরণ অভিযান শুরু আগের দিন দেশের করোনা সংক্রমণের অবস্থা কী? জেনে নিন এক নজরে
ভ্যাকসিন অভিযানের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হাল খুব একটা ভাল নয়। রেহাইয়ের কোনও রেশ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫,৫৯০ জন। গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে হয়েছে ১,০৫,২৭,৬৮৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৯১ জন। দৈনিক সুস্থতার সংখ্যা সামান্য বেশি।

আর বেশি সময় নেই কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। দেশের ১৩টি শহরে আগামীকাল থেকে এক যোগে শুরু হবে করোনা ভাইরাসের টিকাকরণ কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল উদ্বোধন করবেন সেই করোনা টিকাকরণ কর্মসূচির। প্রথম দিনেই ৩ লক্ষ স্বাস্থ্যকর্মীর টিকাকরণের টার্গেট নিয়েছে মোদী সরকার। সেই মতোই প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৮ বছরের কম বয়সীদের করোনা টিকা দেওয়া হবে না। একই সঙ্গে অন্তঃসত্ত্বাদেরও করোনা টিকা দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
করোনা ভাইরাসের গোটা দেশে সংক্রমণ কমেনি ২৪ ঘণ্টা আগেও। যদিও কলকাতায় গতকাল করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমেছে। রাজ্যে রাজ্যে করোনা সংক্রমণে অনেকটাই রাশ টানা গিয়েছে। ঝাড়খণ্ডে গত ২৪ ঘণ্টায় কোনও করোনা রোগীর মৃত্যু হয়নি। আন্দামানে নতুন করে করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন ৭ জন। মকরসংক্রান্তির পর করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতিমধ্যেই জেলায় জেলায় পৌঁছে গিয়েছে করোনা ভ্যাকসিনের রুলবুক। তাতে টিকা করণের গাইডলাইন দেওয়া হয়েছে। প্রথমে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের টিকা দেওয়া হবে। দেশের মোট ৩০ নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা করেছে মোদী সরকার। পিএম কেয়ার্সের টাকা থেকে সেই ভ্যাকসিনের দাম দেওয়া হবে বলে জানানো হয়েছে।