কোভিড ভ্যাকসিন নিতে ভোটার কার্ড জরুরি! কেন্দ্র নিচ্ছে কোন পদক্ষেপ
আগেই জানা গিয়েছিল যে করোনা ভ্যাকসিনেশনের জন্য ভোটগ্রহণের মতো করে গোটা দেশে টিকাকরণ প্রক্রিয়া চলবে। আর কার্যত সেই রূপরেখাকেই সত্যি করে এবার করোনার ভ্যাকসিনের কাজে নামছে মোদী সরকার।

করোনা ভ্যাকসিন ঘিরে পদক্ষেপ
ইতিমধ্যেই দেশ জুড়ে টিকাকরণের আগে নির্বাচন কমিশনের কাছ থেকে ভোটারদের তথ্য জানতে চেয়েছে কেন্দ্র। আর কেন্দ্রের সেই আবেদনে সাড়া দিয়েছে কমিশন। ফলে ভোটার কার্ডের তথ্য এবার টিকাকরণের ক্ষেত্রে কাদে লাগবে।

কেন ভোটার কার্জের তথ্য দরকার
প্রসঙ্গত, ভোটার কার্ডের তথ্য নিয়ে নির্বাচন কমিশন ভ্যাকসিন গ্রহণকারীদের বয়স মেলাতে চলেছে। বয়স্কদের ক্ষেত্রে ভ্যাকসিনের প্রথম ধাপে টিকাকরণ ধার্য করেছে মোদী সরকার। আর সেই বয়স মেলাতেই এই পদক্ষেপ।

'প্রায়োরিটি গ্রুপ' কারা?
প্রসঙ্গত, টিকাকরণের 'প্রায়োরিটি গ্রুপে' রয়েছেন ৫০ বছরের উর্ধ্বের মানুষরা। তবে আরও বেশি প্রায়োরিটিতে রয়েছেন ৬০ বছরের উর্ধ্বের মানুষরা। আর এই সমস্ত বয়সী মানুষদের বয়স নির্ধারিত করতেই ভোটার কার্ড প্রয়োজনীয়।
মমতার পরিবারে রাজনৈতিক ভাঙন! পদ্ম ফোটানোর সময় ও স্থান নির্দিষ্ট