• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিহারে ফিরে আসছে 'জঙ্গলরাজ'? মেজাজ ঠিক রাখতে পারলেন না 'ক্লান্ত' নীতীশ কুমার

রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি হচ্ছে, সাংবাদিকদের কাছে এই প্রশ্ন শুনে মেজাজ হারালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷ শুক্রবার ঘটনাটি ঘটে পটনায়৷ সেখানে একটি অনুষ্ঠানের উদ্বোধনে হাজির হয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী৷ উল্লেখ্য, বিহারে পটনায় ইন্ডিগোর পাইলটকে তাঁর বাড়ির সামনে গুলি করে খুন করে একদল দুষ্কৃতী৷

'কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন?'

'কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন?'

পটনায় ইন্ডিগোর এয়ারপোর্ট ম্যানেজারকে খুন করার অভিযোগ উঠেছে৷ যা নিয়ে ওই রাজ্যে হইচই শুরু হয়েছে৷ নীতিশের বিরোধীদের অভিযোগ যে ওই রাজ্য়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার জন্যই এই ধরনের খুনের ঘটনা ঘটছে৷ এদিন সেই প্রশ্নই নীতিশের সামনে করা হয়েছিল৷ কিন্তু উত্তর দেওয়ার বদলে তিনি পালটা প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকদের উদ্দেশ্যে৷ তিনি জানতে চান যে ওই সাংবাদিক কি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন?

'তখন কেন এই ধরনের প্রশ্ন তোলা হয়নি?'

'তখন কেন এই ধরনের প্রশ্ন তোলা হয়নি?'

তাঁর বক্তব্য, ২০০৫ সালের আগে যখন বিহারে হামেশাই অপরাধের ঘটনা ঘটত, তখন কেন এই ধরনের প্রশ্ন তোলা হয়নি? সংবাদমাধ্যমের এই ধরনের প্রশ্ন পুলিশের মনোবল ভেঙে দেয় বলে তিনি এদিন মন্তব্য করেছেন৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, এসব বলে নীতিশ আসলে আরজেডি-কেই আক্রমণ করলেন৷

আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন

আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন

এর আগে ইন্ডিগোর এয়ারপোর্ট ম্যানেজারকে খুনের ঘটনায় পটনার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমীক্ষা বৈঠকের পরও অপরাধ দমনে ব্য়র্থ হচ্ছে বিহার পুলিশ৷ এদিকে ঘটনার পর থেকে এলাকা থমথমে রয়েছে৷ পুলিশ বারবার অপরাধ দমনের প্রতিশ্রুতি দিলেও কেন তা কাজে দেখা যাচ্ছে না সেই নিয়েই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷

English summary
Nitish Kumar loses temper after reporter asks Bihar CM about state's law and order situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X