নজরে দক্ষিণ, ষাড়ের লড়াইয়ে উপস্থিত থেকে কৃষকদের মন জয়ের পরিকল্পনা রাহুলের
পোঙ্গল, মকর সংক্রান্তি ও মাঘবিহু উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী৷ পাশাপাশি তিনি শুভেচ্ছা জানিয়েছেন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করা কৃষকদের। আন্দোলনরত কৃষকদের প্রতি তাঁর বার্তা, 'আমাদের কৃষক ও শ্রমিকরা তাঁদের অধিকারের জন্য ক্ষমতাশীলদের বিরুদ্ধে লড়াই করছেন৷'

জাল্লিকাট্টুর অনুষ্ঠানে যোগ দেবেন রাহুল
আজ তামিলনাড়ু গিয়ে জাল্লিকাট্টুর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ পোঙ্গল নিয়েও টুইট করেছেন রাহুল গান্ধী৷ তিনি লিখেছেন, 'সকলকে পোঙ্গলের শুভেচ্ছা জানাই৷ আপনাদের সঙ্গে পোঙ্গল পালন করতে আমি তামিলনাড়ুতে আসছি৷ আমি মাদুরাইতে জাল্লিকাট্টু উৎসবে উপস্থিত থাকব৷'

নজরে দক্ষিণের নির্বাচন
এপ্রিল-মে মাসে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা৷ ওই রাজ্যে প্রতি পাঁচ বছর অন্তর সরকারের হাত বদল হয়৷ তাই এবার ডিএমকে-র ক্ষমতায় ফেরার সম্ভাবনা অত্যন্ত বেশি বলে মত রাজনৈতিক মহলের একাংশের৷ এদিকে তামিলনাড়ুর পাশাপাশি পুদুচেরিতেও নির্বাচন হবে প্রায় একই সময়। সেই কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। সেখানে ক্ষমতা ধরে রাখতেও মরিয়া থাকবে কংগ্রেস।

সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল
প্রসঙ্গত আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিলের আগে, গত ৭ জানুয়ারি একটি অনুশীলন মিছিলের আয়োজন করে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি৷ দিল্লির সীমানায় সেই মিছিল করেন কৃষকরা৷ তবে, গতকাল সুপ্রিম কোর্ট নয়া কৃষি আইনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ একই সঙ্গে সরকারকে একটি কমিটি গঠন করে, আইনটি নিয়ে আলোচনা করে দু'মাসের মধ্য়ে একটি রিপোর্ট জমা করতে নির্দেশ দিয়েছে৷

দিল্লির একাধিক প্রবেশপথে অবস্থান বিক্ষোভে বসেছেন কৃষকরা
সেই কমিটিকে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের আপত্তি ও সমস্য়া সম্পর্কে জানতে বলেছে শীর্ষ আদালত৷ যে বৈঠক ১০ দিনের মধ্য়ে করার নির্দেশ দিয়েছে আদালত৷ গত ২৬ নভেম্বর থেকে দিল্লির একাধিক প্রবেশপথে অবস্থান বিক্ষোভে বসেছেন কৃষকরা৷