ঢাকা: ভারতে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব। এর জেরে বাংলাদেশ চিন্তিত। রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভারত থেকে মুরগির বাচ্চা, হাঁস-মুরগি ও ডিম আমদানি বন্ধ করতে বাণিজ্য মন্ত্রকের কাছে অনুরোধ জানিয়েছে মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রক। বৃহস্পতিবার মন্ত্রকের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঢাকায় বাংলাদেশ প্রানী সম্পদ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বার্ড ফ্লু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে সীমান্ত পথে অবৈধভাবে মুরগির বাচ্চা, প্যারেন্টস্টক, হাঁস-মুরগি, পাখি ও ডিমের অনুপ্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশকে কোস্টগার্ডকে প্রয়োজনীয় নির্দেশ দিক স্বরাষ্ট্রমন্ত্রক।
এছাড়া সমুদ্র, নৌ এবং স্থলবন্দর দিয়ে ডিম চালান বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে নৌপরিবহণ মন্ত্রকের কাছে অনুরোধ জানানো হয়েছে। ডিম এবং হাঁস মুরগি আমদানি বেশি হয় ভারত থেকেই।
প্রতিবেশি দেশটিতে বার্ড ফ্লু হামলার খবর নিয়ে বাংলাদেশ সরকার চিন্তিত। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আপাতত ভারত থেকে এই ধরণের পণ্য আমদানিতে জারি হতে পারে নিষেধাজ্ঞা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.