• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দ্রাবিড়ভূমে রাহুল বনাম নাড্ডা! পোঙ্গলের আবহে তামিল মসনদে 'দিল্লির ছাপ' ফেলার চেষ্টা

তামিলনাড়ু ক্রমশ নির্বাচনের দিকে যত এগিয়ে চলেছে, ততই নির্বাচনী প্রচারে কোনও ছেদ পড়ছে না৷ রাজনৈতিক দলগুলি পোঙ্গল উৎসবকেও ছাড়তে রাজি নয়৷ পোঙ্গল, তামিলনাড়ুর সংস্কৃতির অন্যতম পরিচয়৷ এখন বিজেপিও সেই তালিকায় যুক্ত হয়েছে৷ তারা তাদের উত্তর ভারতীয় ভাবমূর্তি ঢেকে দিয়ে নিজেদের তামিলদের হিতাকাঙ্খি হওয়ার চেষ্টা করছে৷

পোঙ্গল উপলক্ষে তামিলনাড়ুতে নাড্ডা

পোঙ্গল উপলক্ষে তামিলনাড়ুতে নাড্ডা

আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা পোঙ্গল উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷ দল তামিল সংস্কৃতির পরিচায়ক হয়ে উঠতে চাইছে বলেও বিজেপির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে৷ আরএসএস-এর প্রধান মোহন ভাগবতও শহরে উপস্থিত থাকবেন এই উৎসব পালন করার জন্য৷ কংগ্রেসও কিন্তু পিছিয়ে নেই৷ তারা বরাবর এই উৎসব অনাড়ম্বর ভাবে পালন করে৷ তবে এবার দক্ষিণের মাদুরাইতে জাল্লিকাট্টু (ষাঁড়ের লড়াই) - তে অংশগ্রহণ করবেন রাহুল গান্ধী৷

বহু আসনে নির্বাচনে লড়ার দিকে নজর বিজেপির

বহু আসনে নির্বাচনে লড়ার দিকে নজর বিজেপির

এদিকে পোঙ্গলের অনুষ্ঠান ছাড়াও নাড্ডা 'তুঘলক' ম্যাগাজিনের বার্ষিক অনুষ্ঠানে ভাষণ দেবেন৷ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জায়গায় ওই অনুষ্ঠানে ভাষণ দেবেন৷ পূর্বঘোষিত ও সরকারি কিছু কাজের জন্য অমিত শাহ ওই অনুষ্ঠানে যোগদান করতে পারছেন না৷ তাঁর সফরকে খুবই তাৎপর্যপূর্ণ হিসেবে ধরা হয়েছিল৷ কারণ, বিজেপি শাসক এআইএডিএমকে-র কাছ থেকে একটা বড় অংশের আসনে নির্বাচনে লড়ার জন্য দাবি করছে৷

মোহন ভাগবতও চেন্নাইয়ে রয়েছেন

মোহন ভাগবতও চেন্নাইয়ে রয়েছেন

এদিকে আরএসএস-এর প্রধান মোহন ভাগবতও চেন্নাইয়ে রয়েছেন৷ আর তিনিও একটি পোঙ্গলের অনুষ্ঠানে যোগদান করবেন৷ আরএসএস-এর সূত্র থেকে জানা গিয়েছে যে তাঁর এই সফর অনেক আগেই চূড়ান্ত করা হয়েছিল৷ কারণ তবে এই প্রথমবার পোঙ্গলের সময় রাহুল গান্ধী ওই রাজ্যে সফর করতে যাচ্ছেন এবং এর রাজনৈতিক গুরুত্বকে অবহেলা করা যাবে না৷ কংগ্রেসের ভাগ্য এই রাজ্যে ক্রমশ কমতে শুরু করেছে৷

রাহুলের আগমন ঘিরে খুবই উৎসাহী কংগ্রেস

রাহুলের আগমন ঘিরে খুবই উৎসাহী কংগ্রেস

কংগ্রেস রাহুলের আগমন ঘিরে খুবই উৎসাহী৷ তিনি বিদেশ থেকে ফেরার পর এটাই প্রথম সফর৷ টিএনসিসি-র সভাপতি কে এস আলাগিরি সাংবাদিকদের বলেছেন, 'মাদুরাইতে আয়োজিত জাল্লিকাট্টু দেখতে যাওয়া 'তামিলদেরই সম্মান' জানানোর সমান৷ চার ঘণ্টা ধরে এই অনুষ্ঠান চলবে৷ আর এই অনুষ্ঠানের মাধ্যমে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উদ্দেশ্যে পাশে থাকার বার্তা দেওয়া হবে৷ এর মধ্যে কোনও রাজনীতির ব্যাপার নেই৷' এর সঙ্গে তিনি যোগ করেন, 'ডিএমকে-র সভাপতি এম কে স্ট্যালিনের সঙ্গে রাহুলের বৈঠকেরও কোনও সম্ভাবনা নেই৷'

তামিল রাজমীতিতে প্রভাব ফেলার চেষ্টা

তামিল রাজমীতিতে প্রভাব ফেলার চেষ্টা

এই দ্রাবিড়ভূমে বিজেপি যখন তামিল সংস্কৃতির প্রতি নিজেদের নতুন করে খুঁজে পাওয়া ভালোবাসা তুলে ধরতে মরিয়া, তখন তামিল-পন্থী রাজনৈতিক দল ও সমাজকর্মীরা এর সমালোচনা করছেন৷ ডিএমকে-ই প্রথমবার পোঙ্গল উৎসবকে প্রকাশ্যে পালন করা শুরু করে৷ যদিও ২০০৭ সালে প্রয়াত মুখ্যমন্ত্রী এবং ডিএমকের সভাপতি এম করুণানিধি একটা জনপ্রিয় কর্মসূচি এই নিয়ে নিয়েছিলেন৷

English summary
Stir in Tamil politics around Pongal as Mohan Bhagwat, Rahul Gandhi, JP Nadda visits Tamil Nadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X