ব্রিসবেন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টের প্রথম একাদশ ম্যাচের আগের দিন ঘোষণা করে দিয়েছিল ভারত৷ কিন্তু ব্রিসবেনে চতুর্থ টেস্টে সে পথে হাঁটল ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ এর কারণ অবশ্য দলের ১১ জন ফিট প্লেয়ার খুঁজে বের করা৷ দলের এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহ খেলানো নিয়ে ম্যাচের সকালে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৃহস্পতিবার জানান টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর৷
ম্যাচের আগের দিন অর্থাৎ প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বলেন, ‘বুমরাহকে পর্যবেক্ষণ করে চলেছে মেডিক্যাল টিম৷ সুতরাং আমরা মাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে চাই৷ ও খেলতে পারবে দারুণ৷ আর না-পারলে আমাদের অন্য কিছু ভাবতে হবে৷ তবে বেশ কয়েকটি চোট আমাদের চিন্তার কারণ৷ তাদের নিয়ে আমাদের সিদ্ধান্ত নেবে আগামিকাল৷’
শুক্রবার থেকে গাব্বায় শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ তথা শেষ টেস্ট৷ সিরিজ ১-১ অবস্থায় শেষ টেস্টে নামছে দুই ভারত ও অস্ট্রেলিয়া৷ ব্রিসবেন টেস্ট ড্র হলে বর্ডার-গাভাস্কর ট্রফি ধরে রাখবে ভারত৷ কারণ শেষবার অর্থাৎ ২০১৮-১৯ মরশুমে অস্ট্রেলিয়া সফরে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া৷ কিন্তু অস্ট্রেলিয়াকে বর্ডার-গাভাস্কর ট্রফি ফেরত পেতে হলে গাব্বায় জিততেই হবে টিম পেইনদের৷
অ্যাডিলেড ওভাল প্রথম টেস্ট জিতে অস্ট্রেলিয়া সিরিজের এগিয়ে গেলেও মেলবোর্নে দ্বিতীয় টেস্ট জিতে সমতা ফেরায় ভারত৷ সিডনিতে তৃতীয় টেস্ট ড্র হয়৷ অ্যাডিলেডে লজ্জাজনক হারলেও দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া৷ সিডনিতেও দারুণ লড়াই করে ম্যাচ ড্র করতে অজিঙ্ক রাহানের দল৷ কিন্তু ব্রিসবেনে মাঠে নামার আগে ভারতীয় দলের প্রধান সমস্যা চোট-আঘাত৷
সিডনি টেস্টের পঞ্চম দিন ভারতীয় ড্রেসিংরুম ছিল হাসপাতালের ওয়ার্ড৷ রবীন্দ্র জাদেজা ব্যাটিং করার সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন৷ আঙুলে ব্যান্ডেজ নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের জন্য অপেক্ষা করছে৷ তাঁর পাশে বসেছিলেন পিঠের ব্যাথ্যায় কাহিল অশ্বিন৷ হনুমা বিহারী হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এসসিজি-র ড্রেসিংরুম থেকে বের হতে পারছেন না৷ ঋষভ পন্ত কনুইয়ে চোট নিয়ে ব্যাটিং করছে৷ এই অবস্থাতেও সিডনি টেস্ট ড্র করেছে ভারত৷
ঘণ্টা তিনেক ব্যাটিং করে ম্যাচ ড্র করেন হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিন৷ সিডনি টেস্টের পর ব্রিসবেন টেস্টের দল থেকে ছিটকে যান রবীন্দ্র জাদেজা ও হনুমা বিহারী৷ বাঁ-হাতের বুড়ো আঙুলের হাড় সরে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয় রবীন্দ্র জাদেজার৷ আর পেটের ব্যাথ্যার কারণে গাব্বায় না-খেলার সম্ভাবনা বেশি বুমরাহের৷ ইংল্যান্ড সিরিজের কথা ভেবে ডানহাতি পেসারকে ব্রিসবেনে না-খেলানোর সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.