'তৃণমূল, মিম নন্দীগ্রাম পর্ব থেকেই একসঙ্গে'! বাংলায় আসন দখল থেকে জোট নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা আব্বাসের
দিলীপ ঘোষ বলেছিলেন , 'বাংলা যতটা দিলীপ ঘোষের ততটাই আব্বাস সিদ্দিকির'। আর এই বক্তব্যের পর এদিন আব্বাস সিদ্দিকি এআইএমআইএম ও মমতা শিবির নিয়ে মুখ খুলে ভোট রাজনীতিতে আরও তাৎপর্য পূর্ণ বক্তব্য রাখলেন।

আব্বাসের তাবড় বক্তব্য
'দিদিমনির সবচেয়ে আপনজন হল এআইএমআইএম। নন্দীগ্রাম পর্ব থেকেই তারা একসঙ্গে।' এদিন গুমাতে আহানে সান্নাতুল্লাহ জামাতের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই রাজনৈতিক বার্তা দেন আব্বাস সিদ্দিকি। তিনি বলেন, ' মিমের নেতা আমার বাড়ি এসেছিলেন। তিনি তাঁর রায় দিয়েছেন। আমাপ সিদ্ধান্ত সময় মতো নেব।'

আব্বাস, ওয়েইসি সম্পর্কে দিলীপ ঘোষ
এর আগে, আব্বাস সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন,'এই বাংলা যতটা আব্বাস সিদ্দিকির ততটাই দিলীপ ঘোষের। দক্ষিণ ভারত থেকে এসেছেন ওয়েইসি তারও ততটাই অধিকার আছে।' দিলীপ ঘোষের এই বক্তব্য়ের পরই ফের একবার তাঁর ইঙ্গিত ঘিরে জল্পনা তৈরি হয়।

বাংলায় কত আসন নজরে আব্বাসের?
এদিকে, আব্বাস সিদ্দিকি এদিন জানিয়েছেন, এই রাজ্যে ৫০ টি আসন জয়ের মতো পরিস্থিতি তাঁদের রয়েছে। তিনি বলেন, তাংদের ফুরফুরা শরিফে অনুগামী আড়াইকোটি মানুষ। তার মধ্যে তাঁর এই নয়া রাজনৈতিক পদক্ষেপকে ৭০ শতাংশ মানুষ সমর্থন করছেন বলে মত সিদ্দিকির।

তৃণমূলের দিকে তোপ সিদ্দিকির
আব্বাস সিদ্দিকি বলেন, তৃণমূল কংগ্রেসই এই রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার চেষ্টা করেছিল। আব্বাস বলেন, আর সেই সময় আব্বাস নিজে এর বাধা হয়ে দাঁড়ান বলেই তিনি যেখানেই যাচ্ছেন,সেখানেই গন্ডোগোল পাকানো হচ্ছে। এদিকে, আব্বাসের পক্ষে বিপুল জনসমর্থন রয়েছে বলে, ধীরে ধীরে তৃণমূল তাঁকে ভয় পাচ্ছে বলেও দাবি করেন আব্বাস।