শোভন 'ইঁদুর', ভয়ে গর্তে ঢুকে বসেছিল, 'পকেটমার' আক্রমণের পাল্টা দিলেন কুণাল
৩ বছর ধরে মুখ দেখাতে ভয় পাচ্ছিলেন, ইঁদুরের মতো গর্তে ঢুকে বলে আছেন শোভন চট্টোপাধ্যায়। তীব্র আক্রমণে বিজেপি নেতাকে বিঁধলেন কুণাল ঘোষ। তিনি শোভন চট্টোপাধ্যায়কে প্রকাশ্যে মুখোমুখি বসার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন। এমনকী সারদা কাণ্ডে শোভন চট্টোপাধ্যায় কতটা জড়িত তা প্রমাণ করতে সিবিআই শোভনের সঙ্গে তাঁকে মুখোমুখি বসিেয় জেরা করুক এমনই দাবি করেছেন কুণাল ঘোষ।

শোভনকে আক্রমণ কুণালের
পকেটমার কুণাল। পাল্টা জবাবে শোভনকে ইঁদুর বলে কটাক্ষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের। শোভন চট্টাপাধ্যায় ৩ বছর ধরে ভয়ে মুখ দেখাতে পারেননি বলে ইঁদুরের মতো গর্তে ঢুকে বসেছিলেন কটাক্ষ করে এমনই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন বৈশাখীকে পাশে নিয়ে ডোনাল্ড ডাকের মতো কথা বলছেন সাহস থাকলে সামনে এসে কথা বলুন। শোভনকে মুখোমুখি বসার আহ্বান জানিয়েছেন কুণাল।

মুখোমুখি বসিয়ে জেরা
সারদা কাণ্ডে শোভন চট্টোপাধ্যায় কতটা জড়িত তা প্রমাণ করতে িসবিআই চাইলে তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন। এমনই দাবি তুলেছেন শোভন চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন শোভন চট্টোপাধ্যায় আসলে জানেন না সুপ্রিম কোর্টে কুণাল ঘোষকে ষড়যন্ত্রের শিকার বলে হলফনামা দিয়ে জানিয়েছে সিবিআই। সারদা কাণ্ডের তদন্তে ফের শোভনকে জেরার দাবি জানিয়েছেন কুণাল ঘোষ।

ভয়ে বিজেপিতে
সারদা-নারদা কাণ্ডে যাঁরা জড়িত তাঁরা ভয়ে বিজেপিতে গিয়ে বসে আছেন বলে দাবি করেছেন কুণাল ঘোষ। কেডি সিংয়ের গ্রেফতারির পরেও কুণাল ঘোষ মুকুল রায়কে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যাতে ইডি-সিবিআই ধরতে না পারে সেকারণে মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে গা ঢাকা দিয়ে বসে আছেন। মুকুল রায়কে ম্যান অব অ্যালকেমিস্ট বলে দাবি করেছিলেন কুণাল ঘোষ।

শোভন বনাম কুণাল
গোলপার্ক থেকে রোড শো করার দিন থেকেই শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করে চলেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ কটাক্ষ করে বলেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ছাড়া যিনি রাস্তায় চলতে পারেন না তাঁকে কলকাতার পর্যবেক্ষক পদে বসিয়েছে বিজেপি।
শিশিরের নিশানায় কুণাল! বাড়ালেন বিজেপিতে যোগদানের জল্পনা