মকর সংক্রান্তির দিন রাম মন্দিরের জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু দেশজুড়ে
অযোধ্যার রাম মন্দির দেশবাসীর অর্থে তৈরি হবে তা আগেই ঘোষণা করা হয়েছিল রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের পক্ষ থেকে। সেই অনুযায়ী বৃহস্পতিবার থেকে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের পক্ষ থেকে গণ যোগাযোগ ও অনুদানের প্রচার করা শুরু করে দেওয়া হল। দেশবাসীর অর্থেই নির্মাণ করা হবে রাম মন্দির।

রাম মন্দির নির্মাণ হবে দেশবাসীর অর্থে
এর আগেই ট্রাস্ট টুইটে জানিয়েছিল যে এই রাম মন্দির তৈরি হবে কোটি কোটি রাম ভক্তের স্বেচ্ছায় দেওয়া অর্থে। দেশব্যাপী এই প্রচারের আওতায় রাম ভক্তদের স্বেচ্ছায় দেওয়া অর্থ গ্রহণ করা হবে। ১০, ১০০ ও ১০০০ টাকার কুপন প্রিন্ট করা হয়েছে এবং তা তহবিল সংগ্রহ করতে ব্যবহৃত হবে। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে দরজায় দরজায় গিয়ে তহবিল সংগ্রহ করার কাজ শুরু হবে যা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি মাঘি পূর্ণিমার দিন।

১০ কোটি মানুষের থেকে তহবিল সংগ্রহ
বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে যে তাদের কর্মীরা দেশের ৪ লক্ষ গ্রামে ঘুরে ঘুরে ১০ কোটি মানুষের থেকে তহবিল সংগ্রহ করবে। ভিএইচপির মুখপাত্র বিনোদ বনসল জানিয়েছেন যে স্বেচ্ছাসেবকরা ভগবান রামের পোস্টার ও ক্যালেন্ডার প্রত্যেক পরিবারে বিতরণ করবেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের পক্ষ থেকে টুইট করে বলা হয়, ‘গোটা দেশে এই অভিযান চলবে। এই প্রচারের মাধ্যম দিয়েই কোটি কোটি পরিবারনতুন প্রস্তাবিত শ্রী রাম জন্মভূমি মন্দির দেখার সুযোগ পাবেন। রামভক্তদের স্বেচ্ছায় দেওয়া অর্থ গ্রহণ করা হবে, যার জন্য ১০, ১০০ ও ১০০০ টাকার কুপন বানানো হয়েছে।

রাম মন্দিরের খরচ
জানা গিয়েছে অযোধ্যায় মূল কাঠামো সহ রাম মন্দির চত্ত্বর তৈরি করতে খরচ পড়বে ১১০০ কোটি টাকা। প্রধান রাম মন্দির তৈরি করতে খরচ হবে ৩০০-৪০০ কোটি। রাম জন্নভূমি তীর্থ ক্ষেত্রের কোষাধক্ষ স্বামী গোবিন্দ দেব গিরিজা মহারাজ জানিয়েছেন যে কাঠামো বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়াররা মিলে মন্দিরের ভিতের প্ল্যান একেঁছেন। ২.৭ একর জমির ওপর মূল মন্দির গড়ে তোলা হবে। আশা করা যাচ্ছে যে ২০২৪ সালের মধ্যেই এই রাম মন্দিরে রাম লল্লাকে প্রতিস্থাপন করা হবে।

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়
প্রসঙ্গত ২০১৯ সালের নভেম্বরে অযোধ্যার ঐতিহাসিক জমি বিতর্কে হিন্দুদের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। বিতর্কিত জমিতে রাম মন্দির হবে বলে নির্দেশ দেওয়া হয়। সেই লক্ষ্যকে পূরণ করতে গত বছরের ৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুরু হয় রাম মন্দির নির্মাণের কাজ।
সিরাম হোক বা ভারত বায়োটেক, টিকা বন্টন নিয়ে ফের রাজ্যগুলিকে বিশেষ বার্তা কেন্দ্রের