১৪ জানুয়ারি সোনার দামে প্রবল পতন! মকর সংক্রান্তিতে কলকাতায় দর একনজরে
সোনার দাম ভারতের বাজারে ফের একবার বড়সড় ধাক্কার মুখে। গত কয়েকদিনে সোনার দামে প্রবল পতন দেখা গেলেও, বুধবার দাম খানিকটা বেড়েছিল। তবে লক্ষ্মীবারে মকর সংক্রান্তির দিনে সোনার দামে প্রবল পতন দেখা গেল। একনজরে দেখা যাক সোনার দাম ১৪ জানুয়ারি কত।

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ফেব্রুয়ারির গোল্ড ফিউচারে ৪৯ হাজার টাকার নিচে নামতে শুরু করে দিল। এদিন সোনার দাম ১০ গ্রামে ০.৯ শতাংশ কমে গিয়েছে। ফলে ১০ গ্রামে সোনার দাম কমেছে ৪৫০ টাকা। দেখা গিয়েছে সোনার দাম ৪৮,৮৬০ টাকা দাঁড়িয়েছে।

রুপোর দাম
এদিকে রুপরো দাম কেজি প্রতি কমেছে আজ ৯০০ টাকা। যা শতাংশের বিচারে কমেছে ১.৪ শতাংশ। ১ কেজিতে আজ সোনার দাম ৬৫,১২৭ টাকা হয়েছে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮,৯৯০ টাকা। ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৫১,৬৯০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৬,৬০০ টাকা। ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ৫০, ৮৮০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮, ৪৫০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯, ৪৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮, ৩৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫২, ৭৫০ টাকা হয়েছে।
(তথ্য সূত্র গুড রিটার্নস)
নজরে দক্ষিণ, ষাড়ের লড়াইয়ে উপস্থিত থেকে কৃষকদের মন জয়ের পরিকল্পনা রাহুলের