কোল্ড ডে কিংবা সিভিয়ার কোল্ড ডে-র মতো পরিস্থিতি হতে পারে! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
বুধবারের পরে বৃহস্পতিবারের তাপমাত্রা (weather) আরও নামল। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (temperature) ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা কমে হয় ১৬. ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা আরও কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। রাজ্যে উত্তরে হাওয়া (winter) ঢুকছে বলে জানানো হয়েছে, হাওয়া অফিসের তরফ থেকে।
সারা দেশে নতুন করে আক্রান্ত ১৬, ৯৪৬ জন! আক্রান্তে পঞ্চম আর মৃত্যুতে তৃতীস্থানে বাংলা

প্রবল শৈত্যপ্রবাহের কবলে উত্তর পশ্চিম ভারত
এদিকে প্রবল শৈত্যপ্রবাহের কবলে উত্তর পশ্চিম ভারত। বুধবার শ্রীনগরের তাপমাত্রা ছিল ৮ বছরের মধ্যে সর্বনিম্ন। আর বৃহস্পতিবার তা নেমেছে ২৫ বছরের মধ্যে সব থেকে কমে। -৮.৪ ডিগ্রি সেলয়িয়াসে। এদিকে উত্তরভারতে কুয়াশার দাপটও রয়েছে। জাতীয় রাজধানীও শৈত্যপু্রবাহের কবলে। সেখানকার তাপমাত্রা নেমে গিয়েছে ৩.২ ডিগ্রিতে। আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের কোনও কোনও জায়গায় আগামী তিনদিন কোল্ড ডে কিংবা সিভিয়ার কোল্ড ডের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুত-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোনও না কোনও জায়জায় কুয়াশার দাপট থাকবে বলে জানানো হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলায়গুলিতে আগামী দুদিন রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যেতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানানো হয়েছে। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও না কোনও জায়গায় মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৯.৪
বালুরঘাট
বাঁকুড়া ১১.১
ব্যারাকপুর ১৫
বহরমপুর
বর্ধমান ১১
ক্যানিং ১৬
কোচবিহার ৮
দার্জিলিং ৩.২
দিঘা ১৬.১
কলকাতা ১৬.৪
মালদহ ১২
পানাগড় ৮.৭
পুরুলিয়া ৭
শিলিগুড়ি ১১.৯
শ্রীনিকেতন ৯.৩