সারা দেশে নতুন করে আক্রান্ত ১৬, ৯৪৬ জন! আক্রান্তে পঞ্চম আর মৃত্যুতে তৃতীস্থানে বাংলা
বৃহস্পতিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০৫, ১২, ০৯৩ -তে। মৃত্যু হয়েছে ১৯৮ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫১, ৭২৭-তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৪ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১০১, ৪৬, ৭৬৩ জন।

ভারতে আক্রান্ত ১,০৫, ১২, ০৯৩
বৃহস্পতিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৫, ১২, ০৯৩ । সক্রিয় আক্রান্তের সংখ্যা ২,১৩, ৬০৩।

বেড়েছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ১০১,৪৬, ৭৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৭, ৬৫২ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬. ৫২ %-এ। মৃত্যুর হার ১.৪৪%।

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, পঞ্চমস্থানে বাংলা
২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরল । আক্রান্তের সংখ্যা ৬,০০৪ । সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৫, ৩৭৪। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৩,৩৭৪ জনের। সেখানে ২৪ ঘন্টায় সেখানে ২৬ জনের মৃত্যু হয়েছে। প্রায় একমাস ধরে সেখানে সংক্রমণ সংক্রমণ ঊর্ধ্বমুখী। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩,৫৫৬। ২৪ ঘন্টায় সেখানে দেশের মধ্যে সব থেকে বেশি ৭০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩০০৯ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে তৃতীয়স্থানে উঠে এসেছে ছত্তিশগড়। ৬৭১ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থ হয়েছেন ৯৩০ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে কর্নাটক। সেখানে ৭৪৬ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৭৬৫ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। পঞ্চম স্থানে রয়েছে বাংলা। ৭২৩ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের, সুস্থ হয়েছেন ৭৯৪ জন। ষষ্ঠ স্থানে রয়েছে তামিলনাড়ু। ৬৭৩ জন আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৮২১ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। সপ্তম ও অষ্টমস্থান রয়েছে যথাক্রমে গুজরাত ও উত্তর প্রদেশ। দুই রাজ্যে যথাক্রমে আক্রান্তের সংখ্যা ৫৮৩, ৪৬৬ জন। মৃত্যুতে সারা দেশে মহারাষ্ট্র রয়েছে প্রথমস্থানে আর বাংলা রয়েছে তৃতীয় স্থানে।

২৪ ঘন্টায় ৭, ৪৩, ১৯১ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৭, ৪৩, ১৯১ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। ভারতে ইতিমধ্যে পরীক্ষার হয়েছে ১৮৪, ২৩২, ৩০৫ টি।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯২, ৭৭৫, ৫৭৮ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ৯৮৬, ৮৪২ জনের। সুস্থ হয়েছেন ৬৬, ২৯৩, ৪৪৫ জন।