জয়সূর্যের ১২ বছরের রেকর্ড ভাঙলেন কেরলের আজহারউদ্দিন! দেখে নিন পরিসংখ্যান
কোনও রথি-মহারথি নন, শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়সূর্যের রেকর্ড টপকে গেলেন সদ্য প্রচারের আলোয় আসা মহম্মদ আজহারউদ্দিন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অতিমানবিক ব্যাটিং পারফরম্যান্সের মাধ্যমে ক্রিকেট মহলকে চমকে দিয়েছেন কেরলের তরুণ ব্যাটসম্যান। কী এমন করে দেখালেন, যার সামনে ফিকে হল সনৎ জয়সূর্যের বিক্রম, তা পরিংসখ্যানে জেনে নেওয়া যাক।

মুম্বইয়ের বিরুদ্ধে বিধ্বংসী আজহার
মুম্বইয়ের বিরুদ্ধে তাদের ঘরের মাাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে সৈয়দ মুস্তাক আলি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল কেরল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে মুম্বই। ১৫.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় কেরল। সৌজন্যে ওপেনার মহম্মদ আজহারউদ্দিনের অতিমানবিক ব্যাটিং। ৫৪ বলে ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন আজহার। ৯টি চার ও ১১টি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে।

৩৭ বলে শতরান
বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ৩৭ বলে শতরান হাঁকিয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। একই সঙ্গে শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়সূর্যের ১২ বছরের পুরনো রেকর্ডও ভেঙে দিয়েছেন কেরলের তরুণ ওপেনার।

জয়সূর্যের কীর্তি
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ২০০৮ সালের আইপিএল খেলেছিলেন সনৎ জয়সূর্য। সেবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এক ম্যাচে ৪৮ বলে ১১৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন লঙ্কান লেজেন্ড। সেই ম্যাচে ৪৫ বলে শতরান হাঁকিয়েছিলেন সনৎ। সেই রেকর্ড ভেঙে দিলেন কেরলের মহম্মদ আজহারউদ্দিন।

পাঠানকে ধরলেন আজহার
২০১০ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে মুম্বইয়ের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠ ব্রেবোর্ন স্টেডিয়ামে ৩৭ বলে শতরান হাঁকিয়েছিলেন ইউসুফ পাঠান। মুম্বইয়ের বুকে এত কম বলে টি-টোয়েন্টি শতরান হাঁকানোর রেকর্ড ভারতের অন্য কোনও ব্যাটসম্যানের ছিল না। এবার সেই ক্লাবে সামিল হলেন কেরলের মহম্মদ আজহারউদ্দিন।
ছবি সৌ:বিসিসিআই
ফের হাসপাতালে ভর্তি হবেন সৌরভ! আরও দুটি স্টেন বসানোর দরকার কতটা?