ব্রিসবেন: গাব্বায় সিরিজ নির্ণায়ক টেস্টে ভারতের জন্য মোটেই ভালো খবর নয়৷ চোটের কারণে এই টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা ও হমুনা বিহারী৷ শুক্রবার দুই অভিজ্ঞ বোলার জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়ায় মাঠে নামল টিম ইন্ডিয়া৷
ব্রিসবেনে টেস্ট অভিষেক হল টি নটরাজন ও ওয়াশিংটন সুন্দরের৷ ভারতের ৩০০তম টেস্ট পেলেন বাঁ-হাতি পেসার নটরাজন৷ তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দেন বোলিং কোচ ভরত অরুণ৷ জয়দেব উনাদকটের পর ভারতের হয়ে কোনও বাঁ-হাতি পেসারের টেস্ট অভিষেক হল৷ ২০১০ সালে টেস্ট অভিষেক হয়েছিল উনাদকটের৷ অর্থাৎ ১১ বছর পর কোনও বাঁ-হাতি পেসার হিসেবে নটরাজনের হাতে উঠল টেস্ট ক্যাপ৷
চলতি অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে এবং টি-২০ অভিষেক হয় নটরাজনের৷ এবার টেস্ট অভিষেক৷ প্রথমে অস্ট্রেলিয়া সফরের দলে ছিলেন ভারতের এই বাঁ-হাতি পেসার৷ তিন ক্ষেত্রে বদলি হিসেবে দলে যোগ দিয়ে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপান তামিলনাড়ুর বছর সাতাশের এই ক্রিকেটার৷ ২ ডিসেম্বর ক্যানবেরায় ওয়ান ডে অভিষেক৷ তারপর ৪ ডিসেম্বর ক্যানবেরাতেই ভারতের হয়ে টি-২০ অভিষক হয়েছিল নটরাজনের৷
আর ৩০১ নম্বর ভারতীয় টেস্ট ক্যাপ পেলেন সুন্দর৷ তাঁর হাতে টেস্ট ক্যাপে তুলে দেন অশ্বিন৷ চোটের কারণে এদিন খেলতে পারেনি চলতি সফরে ভারতের সফলতম বোলার অশ্বিন৷ তবে টেস্ট অভিষেকর আগে দেশের হয়ে ২৬টি টি-২০ এবং একটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন তামিলনড়ুর অফ-স্পিনার৷
টস জিতে গাব্বায় প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান ক্যপ্টেন টিম পেইন৷ তিনি বলেন, ‘টস জেতাটা দরকার ছিল৷ দারুণ পিচ৷ তাই প্রথমে ব্যাটিং করতে চাই৷’ ভারত অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, ‘আমাদের নতুন ছেলেদের সামনে দারুণ সুযোগ৷ খেলার জন্য মুখিয়ে রয়েছি৷’
সিডনি টেস্টের দল থেকে ব্রিসবেনে ভারতীয় দলে চারটি পরিবর্তন হয়৷ রবীন্দ্র জাদেজা, হনুমা বিহারী, জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন৷ এঁদের পরিবর্তে দলে এসেছেন ময়াঙ্ক আগরওয়াল, শার্দুল ঠাকুর, টি নটরাজন ও ওয়াশিংটন সুন্দর৷ ভারত পাঁচ বোলার নিয়ে মাঠে নেমেছে৷ তবে ভারতের বোলিং ইউনিটের টেস্ট অভিজ্ঞতা মাত্র চারটি৷ দু’টি মহম্মদ সিরাজ, একটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে নভদীপ সাইনি ও শার্দুল ঠাকুরের৷ মেলবোর্নে টেস্ট অভিষেক হয় সিরাজ, সিডনিতে টেস্ট অভিষেক হয়েছে সাইনির এবং ২০১৮ সালে হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল শার্দুলের৷
অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন৷ চোটের জন্য ছিটকে যাওয়া উইল পুকোভস্কির পরিবর্তে দলে এসেছেন মার্কাস হ্যারিস৷ অস্ট্রেলিয়ার হয়ে এদিন ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংস শুরু করেন হ্যারিস৷ এর আগে দেশের হয়ে ৯টি টেস্ট খেলেছেন ২৮ বছরের বাঁ-হাতি অজি ওপেনার৷
ভারতীয় দল: রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (ক্যাপ্টেন), ময়াঙ্ক আগরওয়াল, ঋষভ পন্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ ও টি নটরাজন৷
অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস ল্যাবুশানে, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম পেইন (ক্যাপ্টেন), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জোস হ্যাজেলউড৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.