• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল এনকাউন্টার, কেমন হচ্ছে ব্রিসবেনের পিচ? কেমন থাকবে ৫ দিনের আবহাওয়া?

আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ব্রিসবেনে হবে ম্যাচ। যে মাঠে বরাবরাই সুবিধা পান সিম তথা ফাস্ট বোলাররা। এবারও কী গাব্বার পিচের চরিত্র একই রকম থাকবে, নাকি পরিবর্তন ঘটবে, তা দেখে নেওয়া যাক। টেস্টের পাঁচ ব্রিসবেনে আবহাওয়া কেমন থাকবে, তাও জেনে নেওয়া যাক।

গাব্বার পিচ রিপোর্ট

গাব্বার পিচ রিপোর্ট

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান শক্তি তাদের পেস অ্যাটাক। সেই মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জোশ হ্যাজেলউড গাব্বায় সম্বিলিত ভাবে ৭৪টি টেস্ট উইকেট নিয়েছেন। অজি স্পিনার নাথান লায়ান এই মাঠে ৩৫টি উইকেট নিয়েছেন। ফলে এবারও যে গাব্বার পিচ বোলিং সহায়ক হবে, তা নিশ্চিত। তবে সাবধানে খেললে ব্যাটসম্যানরা এই পিচে বড় স্কোর খাড়া করতে পারেন বলে জানিয়েছেন কিউটর। এই মাঠেই গত টেস্ট ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। শতরান এসেছিল পাকিস্তানের বাবর আজমের ব্যাট থেকেও।

গাব্বার আবহাওয়া

গাব্বার আবহাওয়া

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ম্যাচ চলাকালীন ব্রিসবেনে পাঁচ দিনই প্রধানত মেঘমুক্ত আকাশ ও রৌদ্রজ্জ্বল পরিবেশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে ম্যাচের দ্বিতীয় এবং চতুর্থ দিনের সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

টসে জিতলে কী সিদ্ধান্ত

টসে জিতলে কী সিদ্ধান্ত

পিচের চরিত্র দেখে কিউরেটর জানিয়েছেন, যে দল টসে জিতবে এগিয়ে থাকবে তারাই। টসে জিতে আগে ব্যাট করাই সঠিক কাজ হবে বলে জানানো হয়েছে। ম্যাচের প্রথম দিনের শুরুর দুই ঘণ্টা মাটি কামড়ে পড়ে থাকতে পারলে বড় রান খাড়া করা সম্ভব বলে জানানো হয়েছে।

ঝুলে রয়েছে সিরিজের ভাগ্য

ঝুলে রয়েছে সিরিজের ভাগ্য

আগামী ১৫ জানুয়ারি অর্থাৎ শুক্রবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ব্রিসবেনে চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। ম্যাচ যে দল জিতবে, তারা সিরিজও জিতবে। দুই দলই বর্তমানে একটি করে টেস্ট জিতে বসে রয়েছে। ফলে ১-১ ফলে আটকে রয়েছে সিরিজ।

অফ সাইডে সৌরভের মতো আর কে আছেন! প্রশংসা কিংবদন্তি ওয়া-র

English summary
Pitch report and weather condition of Brisbane for the forth test between India and Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X