ভারতীয় বিজ্ঞানীদের প্রতি যে মুসলিমদের আস্থা নেই, তাঁরা পাকিস্তান যেতে পারেন: সঙ্গীত সোম
কোভিড ভ্যাকসিন ঘিরে গোটা দেশ যখন সাজো সাজো রবে, তখনই বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের কাছ থেকে এল বিতর্কিত মন্তব্য়। প্রসঙ্গত, গোটা দেশের ১৩ টি এলাকায় ইতিমধ্যেই সরকারি উদ্যোগে সিরামের ভ্যাকসিন পৌঁছে গিয়েছে। তার মাঝেই বহু মহল থেকে ভ্যাকসিন ঘিরে একাধিক জল্পনা, গুঞ্জন ছড়িয়ে যাচ্ছে।

এদিকে, এমন এক পরিস্থিতিতে বিজেপি বিধায়ক সঙ্গীত সোম বলেন, 'দুর্ভাগ্যবশত কিছু মুসলিমদের ভরসা নেই দেশের বিজ্ঞানীদের ও পুলিশের উপর। এমনকি তাঁদের ভরসা নেই দেশের প্রধানমন্ত্রীর উপরেও। তাঁদের শুধু ভরসা রয়েছে পাকিস্তানে। তাঁরা সেখানে যেতে পারেন। তবে বিজ্ঞানীদের প্রতি সন্দিগ্ধ হবেন না। '
এই প্রথমবার নয় , এর আগেও বিজেপির বিধায়ক সঙ্গীত সোম নানান বিতর্কিত মন্তব্যে নিজেকে জড়িয়েছেন। সাম্প্রতিককালে কৃষকদের আন্দোলন নিয়ে সঙ্গীত সোম বলেন, যাঁরা আন্দোলন করছেন,তাঁদের অনেকেই কৃষক নন। যার পর থেকে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এরপর নতুন করে সঙ্গীত সোমের বক্তব্য নিয়ে ঝড় উঠেছে সমালোচনার।