'ক্রিকেটের খুনি' আক্রমণে বাবুলকে পাল্টা ক্রিকেটের পাঠ শিখিয়ে 'নামের ভুল' ধরিয়ে দিলেন হনুমা
'চাইলে ম্যাচটা জেতাও যেত। হনুমা যেভাবে ব্যাট করছে তাতে টেস্ট জেতার কোনও ইচ্ছেই ছিল না। হনুমা মন্থর ব্যাটিং না করে অন্তত চার হাঁকানোর জন্য ঝাঁপালে সিডনিতে ঐতিহাসিক জয় পেত ভারত।' সিডনিতে ভারতের ঐতিহাসিক ড্রয়ের পর ভারতীয় ব্যাটসম্যান হনুমাকে টার্গেট করে ঠিক এই ভাষাতেই কড়া কথা শুনিয়েছিলেন বাবুল সুপ্রিয়।

আক্রমণের জবাব দিলেন হনুমা
বিজেপির আসানসোলের সাংসদ এখানেই না থেমে টুইটারে লিখেছিলেন, '১০৯ বল খেলে সাত রান করেছেন! এটা খুব খারাপ বললেও কম বলা হবে। বিহারী ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের সম্ভাবনা শেষ করে দিয়ে ক্রিকেটকে খুন করলেন।'

নেটিজেনদের খোঁচা
এরপরই 'ক্রিকেট না জানা' বাবুলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্য়ে সমালোচনার ঝড় বয়ে যায়। ক্রিকেট ফ্যানেদের অনেকেই, হনুমা যে হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু হয়ে ছিলেন সেটা বাবুল জানেন কিনা, প্রশ্ন তোলেন। এবার বাবুলের আক্রমণের সরাসরি জবাব দিলেন হনুমা বিহারী

সিডনিতে হনুমার এক পায়ের লড়াইয়
সিডনিতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান হনুমা। যেকারণে ক্রিজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি ছুটে যেতেই পারছিলেন না। এই পরিস্থিতিতে ষষ্ঠ উইকেটে অশ্বিন-হনুমা ২৫৯ বল খেলে ৬২রানে অবিভক্ত পার্টনারশিপ হাঁকিয়ে ভারতের হয়ে ম্যাচ ড্র করান। ১৬১ বলে ২৩ রান হাঁকিয়ে অপরাজিত থাকেন হনুমা। অন্যদিকে ১২৮ বল খেলে ৩৯ রান হাঁকিয়ে অশ্বিন অপরাজিত থাকেন।

'ক্রিকেটের খুনি' আক্রমণে বাবুলকে ক্রিকেটের পাঠ শেখালেন হনুমা
এবার বাবুলের 'ক্রিকেটের খুনি' আক্রমণে পাল্টা দিলেন হনুমা বিহারী। বাবুলের টুইটের রিপ্লাইয়ে হনুমা শুধুমাত্র নিজের নামটি লিখেছেন। আসলে বাবুল তাঁর টুইটে Hanuma Bihari লেখেন, আর হনুমা তাঁর নামের বানান Hanuma Vihari লেখেন।
সেই কারণেই ভারতীয় ক্রিকেটার বাবুলের খোঁচার উত্তরে স্টার দিয়ে 'হনুমা বিহারী' লিখেছেন। এরপরই হনুমার পাল্টা দেওয়া নিয়ে ফ্যানেরা প্রশংসা জুড়েছেন।
একাধিক ফ্যান লিখেছেন, 'এটাই দশকের সেরা টুইট।' দুই শব্দেই বাবুলকে যোগ্য জবাব দিয়ে ভুলকে শুধরে নিতে শেখালেন হনুমা।
ব্রিসবেন টেস্টে অশ্বিন একান্তই না খেললে কী হতে পারে টিম ইন্ডিয়ার বোলিং অ্যাটাক?