প্রিমিয়ার লিগে এগিয়ে ম্যান ইউ, কত পয়েন্টে পিছিয়ে লিভারপুল
প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড শীর্ষ স্থান রাখল। বার্নলে-র বিরুদ্ধে দুর্দান্ত জয় হাসিল করেছেন পল পোগবারা। ফলে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়ে গেল লিভারপুল। দুই দলের মধ্যে পয়েন্টের পার্থক্য কত, তা দেখে নেওয়া যাক। জেনে নেওয়া যাক অন্যান্য দলগুলির অবস্থান।

ম্যান ইউ-এর জয়
প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নলে-কে ১-০ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৭১ মিনিটে দুর্দান্ত গোল দিয়েছেন পল পোগবা। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার প্রথম স্থানে রয়েছে ম্যান ইউ। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ জিতেছে পোগবা ব্রিগেড। যদিও এখনও অনেকটা পথ চলা বাকি।

কত পয়েন্টে পিছিয়ে লিভারপুল
১৭ ম্যাচ খেলে ৩৩ পয়েন্টে অবস্থান করছে লিভারপুল। ম্যান ইউ-এর সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য ৩। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ জেতার পাশপাশি ৬টি ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দুটি ম্যাচে হেরেছেন মহম্মদ সালাহরা। ১৭ ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে লেস্টার সিটি।

এভারটনের জয়
প্রিমিয়র লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে উলভসের বিরুদ্ধে ২-১ গোলের জয় পেয়েছে এভারটন। ৬ এবং ৭৭ মিনিটে জয়ী দলের হয়ে গোল দুটি করেছেন যথাক্রমে অ্যালেক্স ইয়ুওবি ও মাইকেল কিয়েনে। ম্যাচের ১৪ মিনিটে উলভসের হয়ে একটি মাত্র গোল করেন রুবেন নেভেস। এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার চতু্র্থ স্থানে রয়েছে এভারটন। লেস্টার সিটি-র থেকে গোল পার্থক্যে তারা পিছিয়ে রয়েছে।

পঞ্চম ও ষষ্ঠ
১৬ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার। ১৫ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন ম্যাঞ্চেস্টার সিটি। ফলে লড়াই যে হাড্ডাহাড্ডি, তা বোঝাই যাচ্ছে।
ভারত অস্ট্রেলিয়া সিরিজে চোট আঘাতের জন্য আইপিএলকে কেন কাঠগড়ায় তুললেন অজি কোচ