১৩ জানুয়ারি সোনার দাম ফের উর্ধ্বমুখী! বুধবার কলকাতার দর কোথায় দাঁড়াল
সোনার দামের গতি গত কয়েকদিনে অনেকটাই নিম্নমুখী ছিল। মার্কিন ডলারের দাম চাঙ্গা থাকায় ও সরকারি বন্ডে সুদের হার বৃদ্ধির কারণে সোনার দামের নিম্নগতি দেখা গিয়েছে। মঙ্গলবার পর্যন্ত ট্রেন্ড এমন থাকলেও, বুধবার থেকে সোনার দামের গতির মোড় ঘুরতে থাকে।

সোনার দাম ১৩ জানুয়ারি
এদিন মাল্টি কমোডিটি সূচকে সোনার দাম ১০ গ্রামে ০.৭৪ শতাংমশ বৃদ্ধি পেয়েছে। ফলে ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৪৯, ৪১০ টাকা। এর আগে সোনার দামের গতি নিম্নমুখী হওয়ায় ৫০ হাজারের নিচে নামতে শুরু করে সোনা। তারপরই বুধবার এই উত্থান।

রুপোর দাম
১৩ জানুয়ারি রুপোর দাম ১ কেজিতে ০.৫৭ শতাংশ বৃদ্ধি পেয়এছে এদিন। ফলে ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬৬,২৭৯ টাকা। এদিকে বুধবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের সূচকে ০.১ শতাংশ উত্থানের ফলে সোনার দাম আউন্স প্রতি ১,৮৫৬.৮৬ ডলার হয়েছে।

কলকাতায় সোনার দাম
২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম ৪৮৯৯০ টাকা। ২৪ ক্যারেটে কল্লোলিনী তিলোত্তমায় সোনার দাম রয়েছে ৫১, ৬৯০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬, ৭৭০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১,০২০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,৪৬০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯৪৬০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮, ৩৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫২,৭৫০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)
কেন প্রশ্নের মুখে সুপ্রিমকোর্টের কমিটি! কৃষি আইন নিয়ে কী বলছেন প্যানেলের সদস্য?